'Wake Up Sid': শ্যুটিং ফ্লোরে রণবীর-কঙ্কনা, ভাইরাল ভিডিও উস্কে দিল 'ওয়েক আপ সিড ২'-এর জল্পনা
Ranbir-Konkona: জল্পনা আরও জোরালো হয়েছে কর্ণ জোহরের পোস্টে। ভিডিও ভাইরাল হওয়ার পরপরই একটি পোস্ট করেন পরিচালক প্রযোজক যাঁর সংস্থা 'ওয়েক আপ সিড'-এর প্রযোজনা করেছিল।
নয়াদিল্লি: ২০০৯ সালে মুক্তি পায় রোম্যান্টিক কমেডি (Romantic Comedy) ঘরানার 'ওয়েক আপ সিড' (Wake Up Sid)। রণবীর কপূর (Ranbir Kapoor) ও কঙ্কনা সেনশর্মা (Konkona Sensharma) অভিনীত এই ছবি দর্শকের অত্যন্ত পছন্দের। এবার কি সিক্যুয়েল (movie sequel) নিয়ে আসতে চলেছেন নির্মাতারা? বুধবার ভাইরাল হওয়া কিছু ছবি দেখে তেমনই ইঙ্গিত পাচ্ছেন নির্মাতারা।
তৈরি হচ্ছে 'ওয়েক আপ সিড ২'? অপেক্ষায় অনুরাগীরা
ডিসেম্বরের শুরুতে 'অ্যানিম্যাল' মুক্তি পায়। বিতর্ক সত্ত্বেও বিপুল জনপ্রিয়তা লাভ করে এই ছবি, সেই সঙ্গে বক্স অফিসেও তুমুল সাফল্য পায়। এরপর স্বাভাবিকভাবেই রণবীর-অনুরাগীরা অপেক্ষায় তাঁর আগামী প্রজেক্টের। এই আবহে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একসঙ্গে দেখা যাচ্ছে রণবীর ও কঙ্কনাকে। 'ওয়েক আপ সিড'-এর জনপ্রিয় জুটি। সেই থেকে শুরু জল্পনা। তাহলে কি ফের পর্দায় আসছে এই জুটি? তৈরি হচ্ছে 'ওয়েক আপ সিড ২'?
জল্পনা আরও জোরালো হয়েছে কর্ণ জোহরের (Karan Johar) পোস্ট দেখে। ভিডিও ভাইরাল হওয়ার পরপরই একটি পোস্ট করেন পরিচালক প্রযোজক কর্ণ জোহর। যাঁর প্রযোজনা সংস্থা 'ধর্মা প্রোডাকশন'র (Dharma Productions) ব্যানারেই মুক্তি পায় 'ওয়েক আপ সিড'। যে শ্যুটিং সেট থেকে রণবীর-কঙ্কনার ভিডিও ভাইরাল হয়, সেই শ্যুটিংয়েরই একটি প্রোমোশনাল ভিডিও পোস্ট করেন কর্ণ।
যে ভিডিও পরিচালক এদিন শেয়ার করেন সেখানে শোনা যাচ্ছে রণবীর কপূরকে ঘুম থেকে ডেকে তুলছেন কঙ্কনা। তাঁকে কেবল বলতে শোনা যাচ্ছে, 'সিড, ওয়েক আপ। আজ ঋষির দিন।' ভিডিওর ওপরে লেখা, 'এই দল কি ফিরছে?' নেপথ্যে 'ওয়েক আপ সিড'-এর টাইটেল ট্র্যাকও বাজতে শোনা যায়। তাহলে কি সত্যিই আসছে 'ওয়েক আপ সিড ২'?
View this post on Instagram
সমস্ত জল্পনা যদিও জিইয়ে রেখেছেন কর্ণ। তিনি লেখেন, 'এটা কি সত্যিই হচ্ছে? আমি শুধু জানি খুব আকর্ষণীয় কিছু একটা তৈরি হচ্ছে এবং এর থেকে ভাল কোনও খবরে আমার ঘুম ভাঙতে পারত না।' তবে পোস্টে যে হ্যাশট্যাগ তিনি ব্যবহার করেছেন তার শেষেরটি 'অ্যাড'। অর্থাৎ এই শ্যুটিং সম্ভবত কোনও বিজ্ঞাপনের। কর্ণের পোস্টে অভিনেতা নমিত দাস যেমন উত্তেজনা দেখিয়েছেন। আবার এক অনুরাগী লেখেন, 'আমাদের অনুভূতি নিয়ে এভাবে খেলা করো না কর্ণ'।
যে ভিডিও প্রথমে ভাইরাল হয়, তাতে দেখা যায় রণবীর ও কঙ্কনার একাধিক ভিডিও ক্লিপ ও ছবির কোলাজ। দুজনকে নীল ও সাদা পোশাকে দেখা যায়। ২০০৯ সালে অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পায় 'ওয়েক আপ সিড'। বক্স অফিসে সাফল্যের সঙ্গে এই ছবি সমালোচকদেরও খুব পছন্দ হয়। পর্দায় সিদ্ধার্থ মেহরার চরিত্রে রণবীর ও আয়শা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে কঙ্কনার রসায়ন দর্শকের খুব পছন্দ হয়। যখন প্রথম এই শ্যুটের ভিডিও ভাইরাল হয় তখন সকলেই ভেবে নেন যে 'ওয়েক আপ সিড ২' আসছে হয়তো। একইসঙ্গে অনেক দর্শকই সিক্যুয়েলের দাবি করেন। তাঁদের কথায়, 'সিড ও আয়শার একসঙ্গে ফেরা উচিত'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।