Ranbir Kapoor: সন্তানকে নিয়ে কেন নিরাপত্তাহীনতায় ভুগছেন রণবীর? জানালেন নিজেই
Bollywood Celebrity Updates: সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নিরাপত্তাহীনতা নিয়ে কথা বললেন রণবীর। সদ্য বাবা হয়েছেন। তারপরই জানালেন, সন্তানকে নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন।
মু্ম্বই: গত মাসেই বাবা হয়েছেন বলিউড সুপারস্টার রণবীর কপূর (Ranbir Kapoor)। আলিয়া ভট্টের (Alia Bhatt) সঙ্গে তাঁর সংসারে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। মেয়ের নাম রেখেছেন রাহা। পিতৃত্বকালীন ছুটি না কাটিয়েই শ্যুটিংয়ে যোগ দিয়েছেন অভিনেতা। যদিও এখনও কাজে যোগ দেননি আলিয়া। তিনি পুরোদমে সদ্যোজাত সন্তানকে সামলাতে ব্যস্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নিরাপত্তাহীনতা নিয়ে কথা বললেন রণবীর। সদ্য বাবা হয়েছেন। তারপরই জানালেন, সন্তানকে নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন।
কেন সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন রণবীর কপূর?
সম্প্রতি সৌদি আরবের জেড্ডায় রেড সি ইন্ডারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেন রণবীর কপূর। সেখানেই নিজের নিরাপত্তাহীনতা প্রসঙ্গে কথা বললেন তিনি। তাঁকে জিজ্ঞাসা করা হয়, বাবা হওয়ার পর তাঁর কেমন অনুভূতি হচ্ছে। জীবনই বা কতটা বদলে গেল। রণবীর বলেন, 'এটা ভেবেই আমি অবাক হই যে, বাবা হতে কেন এতদিন সময় নিলাম আমি। আমার নিরাপত্তাহীনতা অনুভবের সবথেকে বড় বিষয় হচ্ছে, যখন আমার সন্তানের বয়স ২০ কিংবা ২১ হবে। তখন তো আমার বয়স ৬০ হয়ে যাবে। আমি কি তখন ফুটবল খেলতে পারব? আমি কি তখন ওর সঙ্গে দৌড়োতে পারব?'
আরও পড়ুন - Karan Johar: 'বলিউডে মেরুদণ্ডের অভাব রয়েছে'! বিস্ফোরক মন্তব্য কর্ণ জোহরের
রণবীর কপূর আরও বলেন, 'আমি প্রচুর কাজ করি না। সারা বছরে ১৮০ থেকে ২০০ দিন কাজ করি। কিন্তু ও (আলিয়া ভট্ট) প্রচুর পরিমাণে কাজ করে। তাই ও আমার থেকে একটু বেশিই ব্যস্ত থাকে। কিন্তু যখন সন্তানকে সামলানোর প্রসঙ্গে আসলে, আমরা দুজনে মিলেমিশে সেই দায়িত্ব ভাগ করে নেব। যখন ও ব্যস্ত থাকবে, আমি বিরতি নিয়ে সন্তানকে দেখব। আবার আমার ব্যস্ততার সময়ে ও বিরতি নিয়ে সন্তানকে দেখাশোনা করবে।'
">
">