Animal: বক্স অফিসে ঝড় অব্যাহত, তারই মাঝে 'অ্যানিম্যাল'কে নিয়ে অন্য আরেক খবর
Ranbir Kapoor Starrer Movie' Animal ' : আগামী দিনে 'অ্যানিম্যাল'-এর সিকোয়েল নিয়ে হাজির হবেন তারা। সেই সিকোয়েলের নামও ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কী জানালেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ?
মুম্বই: বক্স অফিসে ঝড় অব্যাহত রেখেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল'। রণবীর কাপুর অভিনীত এই ছবি ইতিমধ্যেই সারা দেশ জুড়ে প্রায় সাড়ে ৮৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আগামী দিনেও এই ছবি আরও লাভের মুখ দেখবে বলেই বিশ্বাস পরিচালক এবং অন্যান্য চলচ্চিত্রের বাণিজ্য বিশেষজ্ঞদের। আর এরই মাঝে টি সিরিজের প্রযোজক ভূষণ কুমার এবং ছবি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা জানালেন, আগামী দিনে 'অ্যানিম্যাল'-এর সিকোয়েল নিয়ে হাজির হবেন তারা। সেই সিকোয়েলের নামও ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই সুখবর ছবির টিকিট বিক্রিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না।
মঙ্গলবার টি সিরিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং ভূষণ কুমার এই দুজনের একটি বন্ধুত্বপূর্ণ ছবি পোস্ট করা হয়। এই ছবির ক্যাপশনে লেখা রয়েছে, "একটা যৌথ কাজ, বিশ্বাস, চিন্তার স্বাধীনতা, শৈল্পিক স্বাধীনতা আর অটুট নিবিড় বন্ধুত্ব। প্রযোজক ভূষণ কুমার আর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আগামী প্রজেক্ট এতদ্বারা ঘোষণা করা হল। প্রভাসের সঙ্গে 'স্পিরিট', আল্লু অর্জুনের সঙ্গে 'সাগা' আর অ্যানিম্যালের সিকোয়েল 'অ্যানিম্যাল পার্ক' খুব শীঘ্রই আসতে চলেছে। 'কবীর সিং' আর 'অ্যানিম্যাল'-এর চূড়ান্ত সাফল্যের ধারা অনুসরণ করবে এই তিনটি ছবি।"
'অ্যানিম্যাল' ছবির চূড়ান্ত সাফল্যের পিছনে যদিও প্রযোজক ভূষণ কুমারের অবদানকেই প্রাধান্য দিয়েছেন সন্দীপ। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমার সৃজনশীল চিন্তার স্বাধীনতাকে তিনি প্রশ্রয় দিয়েছেন, তার সঙ্গে টি সিরিজের একটি ঘরোয়া পরিমণ্ডল আমাকে অনেকাংশে সহায়তা করেছে। যে কোনও গান বেছে নেওয়ার স্বাধীনতাও আমি পেয়েছি। একজন পরিচালকের এর থেকে বেশি আর কী চাই। অদ্ভুতভাবে ছবিটি তৈরির পর আমি বুঝতে পারি ছবির বাজেট নিয়ে আমার সঙ্গে প্রযোজকের সেভাবে আগে কোনও কথাও হয়নি।'
১ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'অ্যানিম্যাল' (Animal)। রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত এই ছবি মুক্তির ২০ দিনের মাথায় গোটা বিশ্বে আয়ের নিরিখে ৮৪৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার (Sandeep Reddy Vanga) ছবি। হিন্দি (Hindi), তেলুগু (Telugu), তামিল (Tamil), কন্নড় (Kannad) ও মলয়ালি (Malayalam) ভাষায় মুক্তি পায় এই অ্যাকশন ড্রামা (Action Drama) ঘরানার ছবি। এই ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করেছেন ববি দেওল, অনিল কপূর, রশ্মিকা মান্দানা, তৃপ্তি দিমরি, সুরেশ ওবেরয়, প্রেম চোপড়া।
আরও পড়ুন: Gauri Khan: রিয়েল এস্টেট প্রতারণা মামলায় শাহরুখ-পত্নী গৌরী খানকে নোটিস ED-র!