এক্সপ্লোর
Advertisement
রণবীর সিংহের পোশাক অনুকরণ করেছেন রানি মুখোপাধ্যায়! সোশ্যাল মিডিয়ায় দাবি নেটিজেনদের
রণবীর সিংহের পোশাক অনুকরণ করেছেন রানি মুখোপাধ্যায়! সোশ্যাল মিডিয়ায় দাবি নেটিজেনদের
মুম্বই: বলিউডে মাঝেমধ্যেই শোনা যায় পোশাক অনুকরণের কথা। কোনও নায়িকা বা নায়কের পোশাক বা স্টাইল অনুকরণ করেছেন অন্য নায়ক নায়িকা, এই অভিযোগ নতুন নয়। এবার এক নায়কের পোশাকের অনুকরণ করলেন এর নায়িকা! রণবীর সিংহ আর রানি মুখোপাধ্যায়র পোশাক দেখে সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করছেন নেটিজেনরা।
বলিউডের যাঁর ফ্যাশান সচেতনতা নিয়ে চর্চা হয় সবচেয়ে বেশী তিনি রণবীর সিংহ। রেড কার্পেটের অ্যাওয়ার্ড শো থেকে যে কোনও পার্টি, ঘুরতে যাওয়া, সবসময়েই রণবীর আসেন সবচেয়ে অন্যরকম পোশাক পরে। সম্প্রতি প্রথম বিবাহবার্ষিকী পালনে স্ত্রী দীপিকা ও পরিবারের সঙ্গে অমৃতসরের স্বর্ণমন্দির গিয়েছিলেন রনবীর। সেখানে তাঁর পরনে ছিল সব্যসাচীর তৈরী তামাটে রঙের ফ্লোরাল প্রিন্ট কুর্তা। সেই সঙ্গে মানানসই একটি নেহেরু জ্যাকেট পরেছিলেন তিনি। একেবারে ট্রাডিশানাল সাজে রণবীরকে দারুণ মানিয়েছিল।
গত শুক্রবার ভারত-বাংলাদেশ পিঙ্ক টেস্ট ম্যাচ দেখতে কলকাতায় এসেছিলেন রানি মুখোপাধ্যায় চোপড়া। এয়ারপোর্টের তোলা একটি ছবি ভাইরাল হয়েছে রানির। সেখানে তাঁর পরনে সব্যসাচীর তৈরী যে তামাটে রঙের ফ্লোরাল প্রিন্ট কুর্তি দেখা যাচ্ছে তা অবিকল রণবীরের মতো। এই পোশাকের সঙ্গে একটি নেটের ওড়না নিয়ে ট্র্যাডিশানাল লুক বজায় রেখেছিলেন রানি।
সোশ্যাল মিডিয়ায় এই দুটি ছবির কোলাজ করে নেটিজেনরা দাবি করেন রণবীরের স্টাইল অনুকরণ করেছেন রানি। অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই ছবি। আগামী দিনে ‘মর্দানি টু’ ছবিতে দেখা যাবে রানিকে। কলকাতা এসে ছবিও প্রচারও সারেন তিনি। অন্যদিকে কপিল দেব-এর বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণবীর-দীপিকা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement