Rani Mukherji:'সিনেমা দেখুন প্রেক্ষাগৃহে গিয়ে',দর্শকের উদ্দেশ্য়ে বার্তা রানি মুখোপাধ্য়ায়ের
Rani Mukherji: থিয়েটার বনাম ওটিটি বিতর্কে এবার মুখ খুললেন রানি মুখোপাধ্য়ায়।
কলকাতা: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্য়ায় (Rani Mukherji) অভিনীত ছবি 'মিসেস চ্য়াটার্জী ভার্সেস নরওয়ে'। দর্শক থেকে সমালোচক সব মহলেই প্রশংসিত হয়েছিল এই ছবি। আর এবার থিয়েটার বনাম ওটিটি বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী। তিনি জানান, সিনেমার অভিজ্ঞতা কখনই বাড়িতে বসে দেখার একঘেয়েমির সাথে তুলনা করা যায় না।
তিনি (Rani Mukherji) আরও বলেন যে, ওটিটি একটি খুব নতুন ধারণা যা গত দুই-তিন বছরে হয়েছে এসেছে। এটা আমাদের সবার কাছেই নতুন। কিন্তু ৭০ মিমি বা ৯০ মিমি স্ক্রিনে দেখার কথা সিনেমা দেখার মজাই আলাদা।
অভিনেত্রী (Rani Mukherji) যোগ করেন, ঠিক যে কারনে মানুষ স্টেডিয়ামে যান ম্য়াচ উপভোগ করতে । আমরা টিভিতে খেলাধুলা দেখার সময় যে অনুভূতি পাই তা এর থেকে সম্পূর্ণ আলাদা। আপনি যখন ঘরে বসে সিনেমা দেখেন তখন একই জিনিস ঘটে। অন্ধকার ঘরে বসে সিনেমা দেখার অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য়রকম। এখানে আপনি সিনেমাতে নিমগ্ন হয়ে যেতে পারেন।
আরও পড়ুন...
Adipurush: ভারতে মুক্তির আগেই নিউইয়র্কের ট্রিবেকা ফেস্টিভ্যালে দেখানো হতে চলেছে 'আদিপুরুষ'
প্রসঙ্গত, 'মিসেস চ্য়াটার্জী ভার্সেস নরওয়ে' নিয়ে কথা বলতে গিয়ে রানি (Rani Mukherji) বলেছিলেন, 'এই ছবিটা যে মানুষের এত ভাল লেগেছে, এতটা ভালবাসা পেয়েছে তার জন্য আমি আপ্লুত, খুশি। আমি বিশ্বাস করি, ভাল ছবি দেখার টানে মানুষ এখনও প্রেক্ষাগৃহে আসেন এবং ভাল ছবির দর্শক এখনও রয়েছে। করোনা পরিস্থিতির পরে বড়পর্দায় যে এই ধরনের গল্পকে তুলে ধরা হচ্ছে, এটা আমার খুব ভাললাগার বিষয়। আমার মনে হয়, ছবির চিত্রনাট্যের জন্য এমন গল্পকে নির্বাচন করা উচিত যা মানুষের মন ছুঁয়ে যাবে। দর্শক প্রেক্ষাগৃহে এসে এমন গল্প দেখতে পছন্দ করবেন বলেই আমার বিশ্বাস।'
রানি (Rani Mukherji) আরও বলেছিলেন, 'করোনা পরিস্থিতির পরে অনেকের মনেই সন্দেহ ছিল মানুষ আর প্রেক্ষাগৃহে ফিরে আসবেন কি না। কিন্তু আমরা দেখেছি মানুষ আবার সময় ও অর্থ দুইই ব্যয় করে মানুষ প্রেক্ষাগৃহে আসছেন নতুন কিছু দেখবেন বলে। আমার বিশ্বাস ভাল ছবি সবসময় নিজের দর্শকদের খুঁজে নেয়। ভগবানের আশীর্বাদে 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' তাই খুঁজে পেয়েছে। মানুষ যেভাবে এই ছবিকে ভালবেসেছেন তাতে আমি আপ্লুত।'