Ranveer-Deepika: সম্পর্কের সমস্যার কারণেই সিদ্ধান্ত? দীপিকার সঙ্গে বিয়ের ছবি মুছে ফেলা নিয়ে মুখ খুললেন রণবীর
Ranveer Singh-Deepika Padukone: ছবি সরিয়ে দেওয়া নিয়ে মুখ না খুললেও, নিজের বিয়ে নিয়ে, বিয়ের গয়না নিয়ে মুখ খুললেন রণবীর সিংহ
কলকাতা: সদ্য ফের চর্চায় উঠে এসেছিল তাঁদের সম্পর্ক। প্রশ্ন উঠেছিল, ফের কি তাঁদের সম্পর্কে ভাঙন ধরল! সদ্যই তো বাবা-মা হওয়ার খবর প্রকাশ পরেছিলেন তাঁরা, এর মধ্যেই হঠাৎ এমন কী হল যে নিজের সোশ্যাল মিডিয়া থেকে নিজের বিয়ের সমস্ত ছবি মুছে ফেললেন রণবীর সিংহ (Ranveer Singh)? এই প্রশ্নই ঘুরছিল অনুরাগীদের মনে। এর মধ্যেই হঠাৎ মুখ খুললেন রণবীর, কথা বললেন নিজের বিয়ে নিয়েও!
সদ্য অনুরাগীদের নজর পড়ে, রণবীরের অ্যাকাউন্ট থেকে উধাও তাঁর ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-এর বিয়ের ছবি। এর আগে, ইনস্টাগ্রাম থেকে বিয়ের সমস্ত ছবি মুছে দিয়েছিলেন দীপিকাও। তবে কেবল বিয়ের ছবি নয়, একটি বছরের শুরুতে সমস্ত ছবি ডিলিট করে দিয়েছিলেন তিনি। এরপরে অবশ্য নিজের বিয়ের ছবি ফিরিয়ে এনেছিলেন দীপিকা। তবে নিজের বিয়ের ছবি মুছে ফেলা নিয়ে বিবৃতি দেননি রণবীর। অনেকে মনে করেছিলেন, ইনস্টাগ্রাম থেকে সাধারণত, ৫ বছর আগের ছবি ইনস্টাগ্রাম গ্রীড থেকে উড়ে যায়। তার তাই, ছবিগুলি আর্কাইভ করেই রেখেছেন রণবীর। আর তারপরেই সরিয়ে দিয়েছেন।
তবে ছবি সরিয়ে দেওয়া নিয়ে মুখ না খুললেও, নিজের বিয়ে নিয়ে, বিয়ের গয়না নিয়ে মুখ খুললেন রণবীর সিংহ। সদ্য একটি গয়না বিপণীর হয়ে বিজ্ঞাপন করছিলেন রণবীর। আর সেখানেই তাঁর বিয়ের আংটি নিয়ে মুখ খোলেন তিনি। নিজের সম্পর্কে ভাঙনের জল্পনা উড়িয়ে রণবীর বললেন, 'কিছু কিছু গয়না ভীষণ বিশেষ হয়। ঠিক যেমন আমার ওয়েডিং রিং। আমি যেটা সবসময় পরে থাকি। এটা আমার স্ত্রী আমায় উপহার দিয়েছিল। এছাড়াও পারিবারিক বেশ কিছু গয়না আমার কাছে বিশেষ।'
এই কথাতেই যেন বিয়ে ভাঙা বা সম্পর্কের সমস্যা নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢেলেছেন রণবীর। সদ্য দীপিকাকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন রণবীর। প্রকাশ্যে এসেছিল দীপিকার সঙ্গে হাত ধরাধরি করে তাঁর ছবি। কিন্তু তারপরেও থেকে গিয়েছিল প্রশ্ন। অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে কী দূরত্ব বাড়ছে রণবীরের? বিয়ের আংটি দেখিয়ে যেন সবার সমস্ত প্রশ্নেই জল ঢাললেন রণবীর।
Ranveer about his favourite jewellery pieces ♥️ 🧿
— Versatile Fan ( Team Rocky) (@versatilefan) May 8, 2024
Wedding ring, engagement ring, mother's diamond earrings and grandmother's pearls 💕💍#DeepVeer #RanveerSingh #DeepikaPadukone pic.twitter.com/VcCW6AXKZS
আরও পড়ুন: Alia Bhatt on Met Gala: পরেছিলেন 'নজর টিকা', মেট গালার জন্য কেন সব্যসাচীর শাড়িই বেছেছিলেন আলিয়া?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।