The Big Picture Promo: ছোটপর্দাতেও রণবীর-রাজ, ক্যুইজ শো সঞ্চালনা করবেন বলিউডের 'বাজিরাও'
ছোটপর্দায় বড় খবর! রূপোলি পর্দা নয়, এবার আপনার ঘরের টেলিভিশন সেটেই নিয়মিত আসবেন রণবীর সিংহ!। একটি ক্যুইজ শো-এর সঞ্চলকের ভূমিকায় ছোটপর্দায় পা রাখতে চলেছেন রণবীর। প্রকাশ্যে এল সেই শো-এর প্রোমো।
মুম্বই: ছোটপর্দায় বড় খবর! রূপোলি পর্দা নয়, এবার আপনার ঘরের টেলিভিশন সেটেই নিয়মিত আসবেন রণবীর সিংহ!। একটি ক্যুইজ শো-এর সঞ্চলকের ভূমিকায় ছোটপর্দায় পা রাখতে চলেছেন রণবীর। প্রকাশ্যে এল সেই শো-এর প্রোমো। প্রিয় অনুরাগীর টেলিভিশন ডেবিউ নিয়ে উচ্ছসিত অনুরাগীরাও।
রনবীরের নতুন শো-এর প্রোমোও বেশ আকর্ষণীয়। প্রথমেই জ্বলে উঠছে প্রোজেক্টারের লাইট। তারপর রণবীর সিংহের বিশাল ছবির নিচে দাঁড়িয়ে খোদ রণবীর। অভিনেতা বলছেন, 'সঠিকভাবে দেখলে এটা রণবীর সিংহ। কিন্তু কেউ কেউ ওর মধ্যেই দিল্লির বিট্টু শর্মাকে দেখেছেন। কেউ কেউ আবার ওর মধ্যে বাজিরাওকে খুঁজে পেয়েছেন। কেউ বা দেখেছেন খিলজীকে। কখনও এই লুটেরা, আবার কখনও ওই গালি বয়। ভালো করে দেখলে, সবটাই চোখের খেলা। আমি এমন একটা ক্যুইজ শো নিয়ে আসছি যেখানে ছবির মধ্যেই করা হবে প্রশ্ন। আর উত্তর দিতে পারলেই জেতা যাবে কোটি টাকা।' রণবীরের এই শো-এর নাম 'দ্য বিগ পিকচার'। সোশ্য়াল মিডিয়ায় এই শোয়ের প্রোমোটি শেয়ার করেছেন রণবীর নিজেই।
কেবল ছোটপর্দা নয়, একই সঙ্গে ডিজিটাল দুনিয়াতেও পা রখতে চলেছেন রণবীর সিংহ। সূত্রের খবর, বেয়ার গ্রিলসের সঙ্গে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে একটি শো করবেন তিনি। দর্শকরা দেখবেন অচেনা রণবীর সিংহকে। চলতি মাস বা আগামী মাসেই শুরু হলে এই শো-টির শ্যুটিং।
অন্যদিকে বড়পর্দাতেও রণবীর-রাজ। সামনেই মুক্তি পাচ্ছে রণবীর সিংহ অভিনীত ছবি 'এইট্টি থ্রি'। কপিল শর্মার জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। এই ছবিতে রণবীরের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এই প্রথম রিল লাইফ স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন এই রিয়েল লাইফ দম্পতি। এর আগেও বাজিরাও মস্তানি সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন রণবীর দীপিকা। তাঁদের অফস্ত্রিন রসায়নই যেন এক্স ফ্যাক্টর হয়ে ধরা পড়েছে ক্যামেরায়। ছুঁয়ে গিয়েছে সমস্ত দর্শকদের মন। বলিউডের প্রথম সারির জুটির মধ্যে অন্যতম দীপভীরই।