Rashmika Mandanna: রণবীর কপূরের সঙ্গে জুটি বাঁধবেন রশ্মিকা মান্দান্না, আসছে 'অ্যানিম্যাল'
Rashmika Mandanna: এই ছবিতে ববি দেওল ও অনিল কপূরকে অভিনয় করতে দেখা যাবে, সেই ঘোষণা আগেই হয়েছিল। ২০২৩ সালের স্বাধীনতা দিবসের আগে ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।
নয়াদিল্লি: দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দান্নাকে (Rashmika Mandanna) দেখা যাবে রণবীর কপূরের (Ranbir Kapoor) বিপরীতে তাঁদের আগামী ছবিতে। ছবির নাম 'অ্যানিম্যাল' (Animal)। নায়িকার নাম ঘোষণা করা হল আজ।
ন্যাশনাল 'ক্রাশ' রশ্মিকা
অভিনেত্রী রশ্মিকা দক্ষিণের হলেও গোটা দেশজুড়ে তাঁর অনুরাগীর সংখ্যা অজস্র। এমনকী সিনেপ্রেমীরা তাঁকে 'জাতীয় ক্রাশ' (national crush) বলেই চেনে। 'পুষ্পা' (Pushpa) ছবির পর দেশ জুড়ে তাঁর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে।
শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় রশ্মিকার খবর প্রকাশ করেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh)।
View this post on Instagram
'অ্যানিম্যাল' ছবির সম্পর্কে বিস্তারিত
এটি একটি ক্রাইম ড্রামা (Crime drama) ঘরানার ছবি। পরিচালনায় সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga)। এর আগে 'কবীর সিংহ' (Kabir Singh), 'অর্জুন রেড্ডি' (Arjun Reddy) ছবির পরিচালনা করেছেন তিনি।
এই ছবিতে ববি দেওল ও অনিল কপূরকে অভিনয় করতে দেখা যাবে, সেই ঘোষণা আগেই হয়েছিল। ২০২৩ সালের স্বাধীনতা দিবসের আগে ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।
আরও পড়ুন: Rajkummar Rao PAN Card Misuse: আর্থিক প্রতারণার ফাঁদে রাজকুমার রাও, ক্ষতিগ্রস্ত সিবিল স্কোর