'মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টর'-এর তালিকার শীর্ষে রশ্মিকা মান্দানা, পিছনে ফেললেন বিজয়-সামান্থাকে
তারকাদের পোস্টে গড় লাইক, গড় কমেন্ট, এনগেজমেন্ট রেট, গড় ভিডিও ভিউ এবং ফলোয়ারের সংখ্যার ওপর নির্ভর করেই তালিকা তৈরি হয়েছে। এই প্রত্যেকটি পরিসংখ্যান মোট দশের বিচারে বিবেচিত হয়।
নয়াদিল্লি: আপাতত বেশ ব্যস্ত দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা। বিভিন্ন ভাষায় একের পর এক ছবি মুক্তির অপেক্ষায়, কিছু মুক্তি পেয়েছে ইতিমধ্যেই।
খুব শীঘ্রই বলিউডেও পা রাখতে চলেছেন অভিনেত্রী। শেষ হয়েছে শ্যুটিংও। ইতিমধ্যেই তাঁর মুকুটে যোগ হল আরও এক নতুন পালক। ফোর্বস ইন্ডিয়ার সবচেয়ে বেশি 'ইনফ্লুয়েন্সিয়াল' অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে রশ্মিকা শীর্ষে রয়েছেন। পিছনে ফেলেছেন সামান্থা প্রভু ও বিজয় দেবেরাকোন্ডাকেও।
View this post on Instagram
২০১৬ সালে কন্নড় ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখার সময় থেকে সোশ্যাল মিডিয়া পেজে ক্রমবর্ধমান ফলোয়ার সংখ্যা রশ্মিকার। 'অর্জুন রেড্ডি' ছবি খ্যাত বিজয় দেবেরাকোন্ডা রয়েছেন দ্বিতীয় স্থানে। তারপরেই রয়েছেন কন্নড় ছবির অন্যতম হ্যান্ডসম অভিনেতা যশ। চতুর্থ স্থানে সামান্থা রুথ প্রভু এবং তারপর তালিকায় রয়েছেন অল্লু অর্জুন।
View this post on Instagram
View this post on Instagram
তারকাদের পোস্টে গড় লাইক, গড় কমেন্ট, এনগেজমেন্ট রেট, গড় ভিডিও ভিউ এবং ফলোয়ারের সংখ্যার ওপর নির্ভর করেই তালিকা তৈরি হয়েছে। এই প্রত্যেকটি পরিসংখ্যান মোট দশের বিচারে বিবেচিত হয়। রশ্মিকার সেখানে স্কোর ৯.৮৮, বিজয় দেবেরাকোন্ডার স্কোর ৯.৬৭, যশের স্কোর, ৯.৫৪। সামান্থা পেয়েছেন ৯.৪৯, অল্লু অর্জুন পেয়েছেন ৯.৪৬।