Raveena Tandon: 'কর্ণ আমাকে কখনও ক্ষমা করবে না'! কেন এমন বললেন রবিনা?
Bollywood Celebrity Updates: সম্প্রতি তিনি কথা বললেন কর্ণ জোহর প্রসঙ্গে। জানালেন, ছবি নির্মাতা কর্ণ কখনও তাঁকে ক্ষমা করবেন না। কেন এমন বললেন রবিনা?
মুম্বই: সম্প্রতি কেরিয়ার থেকে সম্পর্ক, অতীতের নানা ঘটনা নিয়ে কথা বলেছেন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন (Raveena Tandon)। অক্ষয় কুমারের সঙ্গে সম্পর্ক থেকে তাঁর 'ওয়ার্ক পলিসি', সমস্ত কিছুই উঠে এসেছে তাঁর বক্তব্যে। আগেই জানা গিয়েছিল যে, কাজের সময়ে পোশাকের দিকে বিশেষ নজর দিতেন অভিনেত্রী। স্যুইমিং কস্টিউম কখনও পরতে চাননি। এমনকি পর্দায় কখনও চুম্বনের দৃশ্যেও অভিনয় করেননি। তবে, একটা মাত্র শর্তেই তিনি ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে রাজী হন। আর সম্প্রতি তিনি কথা বললেন কর্ণ জোহর (Karan Johar) প্রসঙ্গে। জানালেন, ছবি নির্মাতা কর্ণ কখনও তাঁকে ক্ষমা করবেন না। কেন এমন বললেন রবিনা?
কেন কখনও রবিনাকে ক্ষমা করবেন না কর্ণ জোহর?
'কুছ কুছ হোতা হ্যায়' ছবি দিয়ে বলিউডে পরিচালক হিসেবে জার্নি শুরু হয় কর্ণ জোহরের। জানা যায়, ছবিটি তৈরি করতে সেই সময় নানা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন কর্ণ। বিশেষ করে ছবিতে মুখ্য তিন চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে দেখা দিচ্ছিল নানা সমস্যা। কাজল এবং শাহরুখ খান ঠিক হয়ে গেলেও রানি মুখোপাধ্যায়ের অভিনীত চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল। প্রস্তাব যাচ্ছিল অনেকের কাছেই। কিন্তু কেউ রাজী না হওয়ায় রানি মুখোপাধ্যায় সুযোগ পান। সম্প্রতি রবিনা ট্যান্ডন জানালেন, 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব এসেছিল তাঁর কাছেও। কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজী হতে পারেননি। আর সেই কারণেই তাঁর মনে হয় কর্ণ জোহর কোনওদিনও তাঁকে ক্ষমা করতে পারবেন না।
আরও পড়ুন - Sidharth Kiara Wedding: সিদ্ধার্থ-কিয়ারার দেখা হওয়ার দিনের স্মৃতিচারণা কর্ণ জোহরের
রবিনা ট্যান্ডন বলছেন, 'কর্ণ এখনও আমাকে ক্ষমা করতে পারেনি 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিটা করতে না পারার জন্য। কিন্তু ও সেই সময়ের পরিস্থিতিটা বুঝতে পারেনি। কাজল আমার সময়েরই ছিল। আমরা একসঙ্গেই শুরু করেছিলাম। আমরা দুজনেই মুখ্য চরিত্রে অভিনয় করতাম। কিন্তু ওর সঙ্গে টেক্কা দিতে আমি 'কুছ কুছ হোতা হ্যায়'র জন্য রাজী হতে পারিনি। হতে পারে আমি রানির অভিনীত ছোট চরিত্রে অভিনয় করতাম। আর রানি এক্ষেত্রে বেশি লাভ করেছে। কারণ ও ইন্ডাস্ট্রিতে নতুন এসেছিল। আমি আমাদের সেই পরিস্থিতির কথা কর্ণকে বলেছিলাম।'
এক সাক্ষাতকারে কর্ণ জোহর 'কুছ কুছ হোতা হ্যায়' তৈরি প্রসঙ্গে বলেন, 'আমার অবস্থা সেসময়ে ভিখারির মতো হয়েছিল। আমি প্রায় সবাইকেই প্রস্তাব দিয়েছিলাম। ৮জন নায়িকা আমার প্রস্তাব খারিজ করে দিয়েছিল রানির অভিনীত চরিত্রের জন্য। আমার তো মনে হয়েছিল, যদি আর কাউকে না পাওয়া যায়, তাহলে আমিই শর্ট স্কার্ট পরে অভিনয় করব।'