Welcome 3: আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি! 'ওয়েলকাম ৩' থেকে বাদ পড়লেন অনিল কপূর
Anil Kapoor: কবে মুক্তি পাবে 'ওয়েলকাম ৩'?
কলকাতা: বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছে 'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির ('Welcome' Franchise) তৃতীয় ছবির কথা। শোনা গিয়েছিল অবশেষে আসছে 'ওয়েলকাম ৩' (Welcome 3)। চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল ফিরোজ নাদিয়াদওয়ালা (Firoz Nadiadwala) প্রজেক্টের মুক্তির দিনক্ষণ। আর এবার এই ছবি নিয়ে প্রকাশ্য়ে এল নতুন খবর।
জানা যাচ্ছে, এই ছবিতে অভিনয়ের জন্য় ১৮ কোটি টাকা দাবি করেন অনিল কপূর (Anil Kapoor)। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা এবিষয়ে তাঁর সঙ্গে বোঝাপড়া করার চেষ্টা করলেও কোনও লাভ হয় না। এমনকি খোদ অক্ষয় কুমারও (Akshay Kumar) অনুরোধেও কোনও কাজ হয়নি বলে জানা যাচ্ছে। নিজের দাবিতে অনড় থাকেন অনিল। তিনি ছবি থেকে সরে আসার পর শোনাযাচ্ছে নানা পটেকরও এই ছবি থেকে নিজেকে সরিয়ে এনেছেন। ফলে তাঁদের জায়গায় দেখা যাবে 'মুন্নাভাই' জুটি সঞ্জয় দত্ত ও আর্শদ ওয়ারসিকে।
এছাড়াও শোনা যাচ্ছে, অক্ষয় কুমারের ঘনিষ্ঠ বন্ধু, তারকা অভিনেতা ও 'ওয়েলকাম ৩' ছবির প্রযোজক সুনীল শেট্টি নাকি নিয়ে আসবেন এক নতুন চরিত্রকে।
আরও পড়ুন...
ডায়াবেটিকরা চিনির বদলে সুগার সাবস্টিটিউট বা গুড় খেতে পারেন কি? চিকিৎসক কী বলছেন?
ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, 'জঙ্গলের প্রেক্ষাপটে তৈরি একটি কমেডি ঘরানার ছবি হতে চলেছে এটি। এক অনন্য ধরনের অ্যাডভেঞ্চার কমেডি ঘরানার ছবি তৈরিই উদ্দেশ্য, যা আগের দুই পর্বের থেকে আরও এক ধাপ এগিয়ে তৈরি হবে।' দ্বিতীয় পর্বে অক্ষয় কুমারকে দেখা যায়নি, তবে এই তৃতীয় ছবিতে ফিরছেন 'খিলাড়ি'।
'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির নাম 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'। আগামী বছর খ্রিস্টমাসে মুক্তি পাওয়ার কথা এই ছবির। ছবিতে অক্ষয় কুমার, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেড, সঞ্জয় দত্ত, আর্শদ ওয়ারসি, সুনীল শেঠি, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, মিকা সিং, দালের মেহেন্দির মত অভিনেতারা থাকবেন বলে জানাযাচ্ছে।
সূত্রের আরও খবর, শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হতে চলেছে। শ্যুটিং লোকেশনও ঠিক হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অ্যাকশন দৃশ্য নিয়ে কাজকর্ম এবং চরিত্রদের লুক নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে ছবির ঘোষণার জন্য একটি বিশেষ ফটোশ্যুটও করা হয়েছে এবং শীঘ্রই সেই ছবি আসবে প্রকাশ্যে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন