এক্সপ্লোর
মৃত্যুর আট ঘন্টা আগেও শ্যুটিং করেছেন রীমা লাগু

মুম্বই: সিনেমা থেকে ছোট পর্দা-সর্বত্রই ছিল তাঁর অবাধ বিচরন। সিনেমা থেকে টিভি সিরিয়াল-অভিনয়ে ছিলেন দারুন স্বচ্ছন্দ। তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছে। সেই অভিনেত্রী রীমা লাগু অকালে চলে গেলেন। মাত্র ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি। বুধবার রাতে বুকে ব্যথা অনুভব করেন তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
রীমা লাগু বর্তমানে টিভি সিরিয়াল ‘নামকরণ’-এ অভিনয় করছিলেন। গত ১৫ মে এই শোয়ের নয়া প্রোমোর শ্যুটিং করেছিলেন তিনি। শুধু তাই নয়, কাল রাত সাতটা পর্যন্ত তিনি ওই শো-য়ের শ্যুটিং করেছিলেন। অভিনেত্রীর প্রয়ানে শোয়ের নির্মাতারা আজ শ্যুটিং বন্ধ রেখেছেন।
প্রয়াত অভিনেত্রীর জামাতা সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি বেশ ভালোই ছিলেন। কিন্তু রাত একটা নাগাদ বুকে ব্যাথা অনুভব করেন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোর পৌনে তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয়।
বড়পর্দায় মায়ের ভূমিকায় তাঁর অভিনয় স্মরণীয় হয়ে থাকবে।রীমা লাগুর প্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
