Rest in Prem New Song: পুজোর আগে 'দুষ্টু প্রজাপতি' হয়ে হাজির সুমনা, রেকর্ড ভাঙবে 'টুম্পা'-র?
Dustu Projapoti: নিছক মজার মোড়কে বানানো এই গানের গল্প কিন্তু লুকিয়ে সিরিজে। তবে সিরিজের গল্পের থেকেও বেশি ভাইরাল হয়েছিল এই গান। ২০২১ সালের ভাসানগীতি হয়ে উঠেছিল 'টুম্পা'

কলকাতা: গতবছর পুজোমণ্ডপ থেকে শুরু করে ভাসানের নাচ, যে গান কার্যচ ভাইরাল হয়ে গিয়েছিল, তা হল 'টুম্পা'। আর এই গানের সৌজন্যেই রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন অভিনেত্রী সুমনা দাস। রেস্ট ইন প্রেম (Rest In Prem) সিরিজের টিজার হিসেবে প্রথমে প্রকাশ করা হয়েছিল 'টুম্পা' গানটি। কিন্তু পরিচালক থেকে শিল্পীরা, কেউই প্রত্যাশা করেননি ভাইরাল হয়ে যাবে এই গান।
নিছক মজার মোড়কে বানানো এই গানের গল্প কিন্তু লুকিয়ে সিরিজে। তবে সিরিজের গল্পের থেকেও বেশি ভাইরাল হয়েছিল এই গান। ২০২১ সালের ভাসানগীতি হয়ে উঠেছিল 'টুম্পা'। এরপর অপেক্ষা ছিল 'রেস্ট ইন প্রেম'-এর দ্বিতীয় সিজনের। তবে শুধুই কি সিজনের অপেক্ষা? আরও এক ভাসানগীতির অপেক্ষায় দিন গুনছিলেন অনেকেই। আর তাই পুজোর মুখে নতুন গান প্রকাশ্যে আনল টিম 'রেস্ট ইন প্রেম'। গানের নাম 'দুষ্টু প্রজাপতি' (Dustu Projapoti)।
আরও পড়ুন: Prosenjit Weds Rituparna: ফের প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটি, প্রকাশ্যে বিয়ের তারিখও!
'টুম্পা'-র মতো এই গানেও দেখা গিয়েছে সুমনা দাস (Sumana Das) ও সায়ন ঘোষ (Sayan Ghosh)-কে। 'টুম্পা' গানের ভাষা নিয়ে অপসংস্কৃতির অভিযোগ উঠেছিল। তবে সেই সমস্ত অভিযোগ চাপিয়ে 'টুম্পা' বেশ জনপ্রিয় হয়েছিল। 'দুষ্টু প্রজাপতি' সেই জনপ্রিয়তার রেকর্ড ভাঙবে এমনই আশায় শিল্পীরা।
নতুন গান মুক্তি পাবে এই খবর এবিপি লাইভকে আগেও জানিয়েছিলেন সুমনা। 'রেস্ট ইন প্রেম ২'-এর দ্বিতীয় সিজন মুক্তি পাবে কালীপুজোর সময়। শেষ পর্যায়ের কাজ চলছে আপাতত। ২৪ তারিখ মুক্তি পেয়েছে এই গান। পরিচালক অরিজিৎ সরকারের পুজোর আগে এই উপহার কি পাল্লা দিতে পারবে 'টুম্পা'-র সঙ্গে? উত্তর দেবে সময়।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
