এক্সপ্লোর
রিয়া চক্রবর্তীর কললিস্টে আমির খানের নম্বর! ইন্ডাস্ট্রির আর কার কার সঙ্গে যোগাযোগ?
সুশান্ত সিং রাজপুতের বাবা পটনার থানায় রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে এফআইআর করে। তার প্রেক্ষিতে মামলার তদন্ত শুরু করে বিহার পুলিশ। পরে, বিহার সরকারের সুপারিশে সম্মতি দিয়ে মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেয় মোদি সরকার। কিন্তু, তার আগে থেকেই সুশান্তের মৃত্যুর তদন্ত শুরু করেছিল মুম্বই পুলিশ।

মুম্বই: অভিনেত্রী রিয়া চক্রবর্তীর কল লিস্ট থেকে উঠে আসছে চাঞ্চল্যকর অনেক তথ্য। তেমনই জানা যাচ্ছে, ইন্ডাস্ট্রির নামি-দামি ব্যক্তিত্বদের সঙ্গে টেলিফোনিক যোগাযোগ ছিল তাঁর। সেই তালিকায় আছে আমির খান, শ্রদ্ধা কপূর, আদিত্য রায় কপূর, রানা ডগ্গুবতির নাম।
সুশান্ত সিং রাজপুতের বাবা পটনার থানায় রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে এফআইআর করে। তার প্রেক্ষিতে মামলার তদন্ত শুরু করে বিহার পুলিশ। পরে, বিহার সরকারের সুপারিশে সম্মতি দিয়ে মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেয় মোদি সরকার। কিন্তু, তার আগে থেকেই সুশান্তের মৃত্যুর তদন্ত শুরু করেছিল মুম্বই পুলিশ।
ঘনিষ্ঠ সূত্রের খবর, রিয়ার কল রেকর্ড বলছে, অভিনেত্রী একবার আমির খানকেও ফোন করেন। তার জবাবে তিনটি এসএমএস করেন অভিনেতা।
এতদিনে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে তেমনভাবে মুখ খুলতে দেখা যায়নি শাহরুখ-আমির-সলমন, তিন 'খান'-এর কাউকেই। স্বজনপোষণ বিতর্কে সলমনের নাম উঠে এলেও, আমিরের নাম এই বিতর্ক থেকে দূরেই ছিল। এবার রিয়ার কললিস্টে পাওয়া গেল 'মিস্টার পারফেকশনিস্ট'-র নম্বরও। তবে ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকবছর কাজ করার সুবাদে এই যোগাযোগ অস্বাভাবিক নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
অভিনেতা রকুলপ্রীত সিংহের সঙ্গেও রিয়ার ৪৪ বার কথা হয়। কথা হয় এসএমএসেও।
'আশিকি ২' খ্যাত আদিত্য রায় কপূরকেও রিয়া ১৬ বার ফোন করেন বলে জানাচ্ছে সিডিআর। কথা হয় শ্রদ্ধা কপূরের সঙ্গেও।
অভিনেতা সানি সিংহের সঙ্গেও যোগাযোগ ছিল অভিনেত্রী রিয়ার।
অভিনেতা রান্না ডগ্গুবতির সঙ্গেও একাধিকবার ফোনে কথা হল তাঁর।
রিয়ার কল রেকর্ড বলছে, প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খানের সঙ্গেও যোগাযোগ রাখতেন তিনি।
কল রেকর্ড বলছে, শুধু জানুয়ারি মাসেই ১৬ বার রিয়া চক্রবর্তীর সঙ্গে ফোনে কথা হয় পরিচালক মহেশ ভট্টর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















