এক্সপ্লোর
রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিত চক্রবর্তীর ভুয়ো ট্যুইটার অ্যাকাউন্টের ট্যুইট ঘিরে বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায়
রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিত চক্রবর্তী মেয়ের গ্রেফতারি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় এদিন একটি ট্যুইট ঘোরাফেরা করছিল। পরে বুম লাইভ তথ্য যাচাই করে জানায় যে, ওই ট্যুইটার অ্যাকাউন্ট আদৌ ইন্দ্রজিত্ চক্রবর্তীর নয়।

মুম্বই: রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিত চক্রবর্তী মেয়ের গ্রেফতারি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় এদিন একটি ট্যুইট ঘোরাফেরা করছিল। পরে বুম লাইভ তথ্য যাচাই করে জানায় যে, ওই ট্যুইটার অ্যাকাউন্ট আদৌ ইন্দ্রজিত্ চক্রবর্তীর নয়। ইন্দ্রজিৎ চক্রবর্তীর নামের ট্যুইটার হ্যান্ডেলের ট্যুইটে লেখা হয়, মেয়ের ওপর অবিচার কোন বাবা সহ্য করতে পারে। আমার মরে যাওয়া উচিত!
ওই ইন্দ্রজিত চক্রবর্তীর নামে ভুয়ো ট্যুইটার অ্যাকাউন্টে আরও একটি ট্যুইটে লেখা হয়, কোনও প্রমাণ ছাড়াই সারা দেশ রিয়াকে ফাঁসিতে চড়াতে উঠেপড়ে লেগেছে।No father can bear injustice on his daughter. I should die????#JusticeForRhea https://t.co/whdf64Adj0
— Indrajit Chakraborty (@IndrajitChakra) September 8, 2020
। এর আগে এবিপি আনন্দ যখন এ ব্যাপারে যখন খবর করেছিল, তখন এটা রিয়ার বাবার ট্যুইটার অ্যাকাউন্ট বলে ধরে নেওয়া হয়েছিল। বুম লাইভের তথ্য যাচাইয়ে দেখা যাচ্ছে, তা রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিত্ চক্রবর্তীর ট্যুইটার অ্যাকাউন্ট নয়। বুম লাইভ তথ্য যাচাই করে দেখেছে, ওই ট্যুইটার অ্যাকাউন্ট রিয়ার বাবা ইন্দ্রজিত্ চক্রবর্তীর নয়।বুম লাইভ জানিয়েছে, ‘ বুম নিশ্চিত হতে পেরেছে অ্যাকাউন্টটি নকল এবং রিয়া চক্রবর্তীর বাবা হিসাবে সেজে রয়েছে। আমরা দেখি ৬ সেপ্টেম্বর ওই অ্যাকাউন্টে একটি রিপ্লাই যেটি দেখায় ওই ব্যবহারকারীর আগে @WeWantRahuI (বড় হাতের হরফে 'I')।’ রিয়াকে সুশান্তের মৃত্যু সংক্রান্ত মাদক মামলায় গ্রেফতারের পর জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত।बगैर किसी सबूत के पूरा देश रिया को फांसी पर लटकाने को तुला है #JusticeforRhea
— Indrajit Chakraborty (@IndrajitChakra) September 9, 2020
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















