Riddhi Sen: পরিচালক ঋদ্ধির দ্বিতীয় কাজ, সুরে-কথায় ফুটে উঠল চেনা কলকাতার অচেনা ছবি
Riddhi Sen's New Music Video: এই শহরের প্রায় প্রত্যেক উড়ালপুলের নীচেই কিছু শৈশব থাকে, তাদের স্বপ্ন থাকে। সেই শৈশব-স্বপ্নকে সুরে কথায় মিউজিক ভিডিওর ফ্রেমে তুলে ধরেছেন ঋদ্ধি
কলকাতা: দ্বিতীয়বার সুরেলা পরিচালনায় ঋদ্ধি সেন (Riddhi Sen)। এক নতুন বাংলা ফের ফুটে উঠল সুরে, ছন্দে, গল্পে। অনির্বাণ ভট্টাচার্য্যের (Anirban Bhattacharyya)-র কথায় ও কন্ঠে, শুভদীপ গুহর সুর ও কন্ঠে মুক্তি পেল 'আমি খুঁজি আমাকে'। এর আগে আরও একটি ভিডিও পরিচালনা করেছিলেন ঋদ্ধি। 'নিজেদের মতো গান'।
এই শহরের প্রায় প্রত্যেক উড়ালপুলের নীচেই একটা করে জীবনের গল্প থাকে, কয়েকঘর মানুষ থাকেন, কিছু শৈশব থাকে, তাদের স্বপ্ন থাকে। সেই শৈশব-স্বপ্নকে সুরে কথায় মিউজিক ভিডিওর ফ্রেমে তুলে ধরেছেন ঋদ্ধি। তাঁর কথায়, 'আসলে ‘সোনার বাংলা’ লুকিয়ে আছে মানুষের হৃদয়, শুধু হাতে গোনা কিছু জায়গায় নয় l তাই আমাদের চিরাচরিত কিছু ভাবনা পাল্টে এক অন্য সোনার বাংলা খোঁজার জন্য এই ভিডিওটি বানানো'।
ছৌ-নাচ থেকে শুরু করে রাস্তায় রঙে রঙে ফুটিয়ে তোলা আঁকা.. কলকাতার বুকের ছোট ছোট গল্পকে সার্থকভাবে ফুটিয়ে তুলেছেন ঋদ্ধি। ভিডিওর একেবারে শেষে অনির্বাণের উপস্থিতি যেন আরও অর্থবহ করে তুলেছে ভিডিওকে। সামাজিক ভেদাভেদ পেরিয়ে মানুষ হিসেবে যখন মানুষের পাশে দাঁড়ানো যায়, এগিয়ে আসা যায় সমস্ত বিপদে আপদে, পাশে দাঁড়ালে, হাত ধরে ভরসা দিতে তবেই তৈরি হয় একটা সুন্দর সমাজ। এই বার্তাই দিতে চেয়েছেন নির্মাতারা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে ভিডিটির সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলীদের ধন্যবাদ জানিয়েছেন পরিচালক ঋদ্ধি।
View this post on Instagram