Riddhima Ghosh: 'প্রত্যেক নিঃশ্বাসে তোমায় মনে পড়ে', মায়ের জন্মদিনে মনখারাপি পোস্ট ঋদ্ধিমার
মায়ের কোলে একরত্তি ঋদ্ধিমা ঘোষ। দেখে চেনার উপায় নেই তাঁকে। পুরনো সেই ছবিতে মনখারাপের ছাপ। মায়ের জন্মদিনে পুরনো ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
![Riddhima Ghosh: 'প্রত্যেক নিঃশ্বাসে তোমায় মনে পড়ে', মায়ের জন্মদিনে মনখারাপি পোস্ট ঋদ্ধিমার Riddhima Ghosh: Actress Riddhima Ghosh shares a picture with her mother on her Birthday Riddhima Ghosh: 'প্রত্যেক নিঃশ্বাসে তোমায় মনে পড়ে', মায়ের জন্মদিনে মনখারাপি পোস্ট ঋদ্ধিমার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/04/5d06e635815c5d920a16205bd7bd81bd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মায়ের কোলে একরত্তি ঋদ্ধিমা ঘোষ। দেখে চেনার উপায় নেই তাঁকে। পুরনো সেই ছবিতে মনখারাপের ছাপ। মায়ের জন্মদিনে পুরনো ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ২০২১ সালের মেয়ে মাসে প্রয়াত হন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের মা রিমা ঘোষ। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যুর কথা জানিয়েছিলেন ঋদ্ধিমা নিজেই। মায়ের পুরনো সাদা কালো ছবি পোস্ট করে ঋদ্ধিমা লিখেছিলেন, 'আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি নেই। বড্ড তাড়াতাড়ি চলে গেলে তুমি..মা ..বড্ড তাড়াতাড়ি। আমার প্রতিটা নিশ্বাসে যেন তোমায় অনুভব করছি। মানে নিতে কষ্ট হচ্ছে আমায় সামলাবার জন্য তুমি আর নেই। আমি জানি না আমি বা আমাদের জীবন তোমায় ছাড়া কী করে কাটবে? তোমায় কথা দিচ্ছি, আমি চিরকাল তোমায় গর্বিত করব। আমাদের মধ্যে দিয়েই তুমি বেঁচে থাকবে। তোমার সমস্ত স্বপ্ন আমি সত্যি করব। কিন্তু তোমার মত আমাকে আর কোনোদিন কেউ ভালোবাসবে না মা। তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ। ভালো থেকো মা। হাসিখুশি থেকো।'
আজ প্রয়াত রিমা ঘোষের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছোটবেলার ছবি ভাগ করে নিয়েছেন ঋদ্ধিমা। ক্যাপশনে লিখেছেন, 'আমি সেই সময়টায় ফিরে যেতে চাই মা যখন তুমি আমায় এইভাবে আগলে রাখতে। আমি তোমায় কোথাও যেতে দিতাম না। আমার প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে তোমায় খুব মনে পড়ে মা। ভালো থেকো। চিরকালের জন্য তোমায় ভালোবাসি।'
আরও পড়ুন: ১১ মার্চ মুক্তি, 'সুন্দরবনের বিদ্যাসাগর' নিয়ে উচ্ছ্বসিত ঋদ্ধি-উষসী
কিছুদিন আগেই জন্মদিন গিয়েছে ঋদ্ধিমার। সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে আদুরে ছবি পোস্ট করে গৌরব লিখেছিলেন, 'অভিনেতা লিখছেন, 'তুমি হলে আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে সেরা ঘটনা। আমার জীবনে সমস্ত ভালোবাসা আর আলো নিয়ে আসার জন্য তোমায় ধন্যবাদ। আমি জানি এই জন্মদিনটা তোমার কাছে খুব কঠিন। তবে আমি তোমায় জানিয়ে রাখি, তোমার সমস্ত স্বপ্নপূরণ করার জন্য আর তোমায় ভালো রাখার জন্য যা যা প্রয়োজন আমি সব করব। সবসময় হাসো আর সুখে থাকো, ভালো থাকো। শুভ জন্মদিন ঋদ্ধিমা।'
">
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)