Ridhima Pandit Shubman Gill Wedding: শুভমন গিলের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিত? জল্পনার উত্তর দিলেন নায়িকা
Wedding Rumours: সম্প্রতি আলোচনার শীর্ষে উঠে এসেছেন অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিত। গুঞ্জন, তিনি নাকি চলতি বছরের ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে।
মুম্বই: কিছুদিন ধরেই চর্চায় অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিতের (Ridhima Pandit Wedding Rumours) ব্যক্তিগত জীবন। 'বহু হমারি রজনীকান্ত' খ্যাত অভিনেত্রী ছোটপর্দার জনপ্রিয় মুখ। এছাড়াও 'খতরোঁ কে খিলাড়ি ৯', 'হাইওয়ান'র মতো একাধিক শোতেও দেখা গেছে তাঁকে। কিন্তু এবার চর্চায় তাঁর ব্যক্তিগত জীবন, কারণ জল্পনা তিনি নাকি ডেট করছেন ভারতের তারকা ক্রিকেটার শুভমন গিলকে (Ꮪhubman Gill)। বিয়ে করতে চলেছেন নাকি তাঁরা। সত্যিই কি তাই? এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।
শুভমনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ঋদ্ধিমা পণ্ডিত? জল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
সম্প্রতি আলোচনার শীর্ষে উঠে এসেছেন অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিত। গুঞ্জন, তিনি নাকি চলতি বছরের ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে। এই সমস্ত জল্পনার মধ্যে ঋদ্ধিমা একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই ব্যাপারে মন্তব্য করে। সমস্ত খবর প্রসঙ্গে তিনি বলেন, যদি তিনি বিয়ে করেন তাহলে তিনি নিজেই এসে সেটা সকলের সামনে ঘোষণা করতেন। টেল্লিচক্করের খবর অনুযায়ী অভিনেত্রী বলেন, 'আমি ঘুম থেকে উঠলাম অজস্র সাংবাদিকদের ফোনে যাঁরা আমার বিয়ে ব্যাপারে জিজ্ঞেস করছিলেন, কিন্তু কীসের বিয়ে, আমি তো বিয়ে করছি না এবং সেরকম জরুরি কোনও ঘটনা যদি আমার জীবনে ঘটে থাকে তাহলে আমি নিজে বেরিয়ে এসে সেই খবর দেব, এই খবরের কোনও সত্যতা নেই।'
তবে এই প্রথম নয়, এর আগেও অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে নাম জড়ায় তাঁর। অল্ট বালাজির জনপ্রিয় ওয়েব সিরিজ 'হাম'-এ তাঁদের দেখা হয় এবং খুব দ্রুতই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও এই বিষয়ে তাঁরা কখনও কিছু বলেননি তবে সূত্রের খবর ২০১৯ সালে তাঁরা সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দেন।
অন্যদিকে এর আগে নানা সম্পর্কের গুঞ্জন শোনা যায় শুভমন গিলকে নিয়েও। অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে নাম জড়ায় একবার তাঁর। এরপর শোনা যায় ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের মেয়ে সারার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। এরপর এক স্প্যানিশ নারীর সঙ্গে সম্পর্কে জড়ান শুভমন, শোনা যায় এমনও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।