Rishav Basu: অভিনয় ঋষভের, কন্ঠস্বর অন্য কারও! নতুন সিনেমা নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা
Rishav Basu on his new film: এবিপি লাইভকে ঋষভ জানিয়েছেন, তিনি ছবির মুক্তির আগে এই সিদ্ধান্ত নিয়ে মোটেই অবগত ছিলেন না।

কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি। 'এমন যদি হত'। দুই নায়ক আর এক নায়িকাকে নিয়ে ত্রিকোণ প্রেমের গল্প দেখানো হয়েছে এই ছবিতে। কিন্তু এই ছবি ঘিরেই এই অভিনেতার তরফ থেকে বিস্ফোরক অভিযোগ এসেছে। সোশ্যাল মিডিয়ায় সেই অভিনেতা পোস্ট করেছেন, তাঁকে না জানিয়েই ছবিতে তাঁর কন্ঠস্বর বদলে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই বিস্ফোরক অভিযোগ করেছেন অভিনেতা ঋষভ বসু। ঠিক কী হয়েছে?
সোশ্যাল মিডিয়ায় আজ ঋষভ জানিয়েছেন, সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি, 'এমন যদি হত'। এই ছবিতে ঋষভের বিপরীতে অভিনয় করছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee)। সেই ছবিতে মলাট চরিত্রে রয়েছেন ঋষভ। অভিনয় শেষ করে তিনি এই ছবির ডাবিং ও শেষ করে দিয়েছিলেন। পুরো কাজটাই করেছিলেন নিয়মমাফিক। কিন্তু তাঁকে না জানিয়ে, বদলে দেওয়া হয়েছে তাঁর কন্ঠস্বর। এই কথা ঋষভ জানতেন ও না। ছবি মুক্তি পাওয়ার পরে তাঁর কাছে তাঁর কন্ঠ নিয়ে অনেক নেতিবাচক প্রতিক্রিয়া আসতে থাকে। অনেকেই বলেন, কন্ঠটি ছবির সঙ্গে একেবারেই খাপ খাচ্ছে না। তাঁর চরিত্রের সঙ্গেও মানানসই নয়। সেই কারণে পর্দায় নাকি অনেকেরই চরিত্রটা দেখতে ভাল লাগছে না। ঋষভ একাধিক স্ক্রিনশট পোস্ট করেছেন, যেখানে লেখা রয়েছে সমস্ত নেতিবাচক মন্তব্য। প্রত্যেকেই ঋষভকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, কন্ঠস্বর বদলে দেওয়ায় যেন ছবির প্রাণ চলে গিয়েছে। ঋষভের ওপর ওই কন্ঠ আরোপিত লেগেছে। সোশ্যাল মিডিয়ায় এি যাবতীয় স্ক্রিনশট পোস্ট করে ফুঁসে উঠেছেন ঋষভ।
ঋষভ লিখেছেন, 'কেউ কেউ বলতে পারেন, সে তো অপরাজিত সিনেমায় মূল অভিনেতার গলা ডাব করেছিলেন অন্য কেউ। কিন্তু সেটা চরিত্র এবং সিনেমার প্রয়োজনে এবং অভিনেতার সম্মতি নিয়ে। তবে এক্ষেত্রে কোনও লজিক নেই। শুধু ইচ্ছে হয়েছে বলে করেছে। এবং অভিনেতাকে সেটা জানানোর প্রয়োজনও মনে করেনি কেউ। জিজ্ঞেস করলে সবাই শুধু বলছে এটা আমার সিদ্ধান্ত নয়। এইরকম আনএথিকার ও মেরুদন্ডহীন আচরণের পর এঁরা মনে করেন মানুষ এদের বাংলা সিনেমা দেখবেন। কষ্টকর।'
এবিপি লাইভকে ঋষভ জানিয়েছেন, তিনি ছবির মুক্তির আগে এই সিদ্ধান্ত নিয়ে মোটেই অবগত ছিলেন না। তিনি প্রিমিয়ারের দিন প্রথম জানতে পারেন, তাঁর গলা বদলে দেওয়া হয়েছে। পরিচালক তাঁকে জানিয়েছিলেন, এই সিদ্ধান্ত তাঁর ছিল না। প্রযোজনা সংস্থার সঙ্গে ঋষভ যোগাযোগ করলেও কোনও উত্তর মেলেনি।
আরও পড়ুন: Raghu Dakat: দেবের 'রঘু ডাকাত'-এ নতুন চমক! থাকছেন অনির্বাণ ভট্টাচার্য ও রূপা গঙ্গোপাধ্যায়
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
