Ritabhari Chakraborty: রহস্য আর খুন.. নতুন ছবির টিজারে অচেনা ঋতাভরী
Ritabhari Chakraborty: এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন ঋতাভরী। টিজারে দর্শক যা দেখল, তা একেবারে টান টান উত্তেজনায় ভরা

কলকাতা: এর আগে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করেছেন বটে, তবে তাঁকে এই ধরণের চরিত্রে যে আগে কেউ দেখেননি, তা টিজারেই স্পষ্ট। সদ্যই 'বহুরুপী' (Bohurupi) ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন ঋতাভরী। তবে সেখানে তাঁর চরিত্র ছিল একেবারে অন্যরকম। এর আগে থ্রিলার ওয়েব সিরিজ 'নন্দিনী'-তে অভিনয় করেও চমক লাগিয়ে দিয়েছিলেন ঋতাভরী। তবে এবার ঋতাভরী চক্রবর্তীর 'গৃহস্থ' ছবির টিজার যেন চেনাল অন্য এক ঋতাভরী চক্রবর্তীকে।
সদ্য মুক্তি পেয়েছে মৈনাক ভৌমিক (Mainak Bhowmick) -এর 'গৃহস্থ' ছবির টিজার। আর এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন ঋতাভরী। টিজারে দর্শক যা দেখল, তা একেবারে টান টান উত্তেজনায় ভরা। খুন, রক্ত, ভয়, পুলিশ, কান্না... টুকরো টুকরো ছবি দিয়ে যে টিজার তৈরি করে দর্শকদের প্লেটে সাজিয়ে দেওয়া হল, তাতে দর্শকদের আকর্ষণ বাড়ল বৈকি। অন্যদিকে ঋতাভরীকে দেখা গেল একেবারে অন্যরকম লুকে। প্রায় রূপটানহীন, কখনও তিনি ভয় পাচ্ছেন, কখনও রহস্যের খোঁজ করছেন, কখনও আবার ভেঙে পড়ছেন কান্নায়। ঋতাভরীকে নিয়ে দর্শকদের প্রত্যাশা অবশ্যই 'বহুরুপী'-র পরে অনেকটাই বেড়ে গিয়েছে। 'বহুরুপী' ছবিতে আবিরের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। আর এই ছবিতে তাঁকে দেখা যাবে সৌরভ দাসের (Sourav Das)-এর বিপরীতে।
অন্য়ান্য কাজের কথা বলতে গেলে, সদ্যই মুক্তি পেয়েছে ঋতাভরীর বিশেষ ক্যালেন্ডার। এই বছর ঋতাভরীর ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠানে এসেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। প্রত্যেক বছর অনুরাগীরা অপেক্ষায় থাকেন ঋতাভরীর এই ক্যালেন্ডারের জন্য। বেশিরভাগ সময়েই এই ক্যালেন্ডারের শ্যুটিংয়ের জন্য বিদেশে যান ঋতাভরী। সেখানে গিয়ে অভিনেত্রীর অদ্ভুত সব অভিজ্ঞতাও হয়েছে। তবে প্রত্যেকবারই তিনি নতুন নতুন চমক এনে দর্শকদের মুগ্ধ করতে থাকেন। আর এবারেও অন্যথা হল না। তাঁর ক্যালেন্ডার মুগ্ধ করেছে দর্শকদের।
অন্যদিকে আগামীতে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে' -তে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। এই ছবির প্রযোজক রানা সরকার। দীর্ঘদিন ধরেই এই ছবিটির কাজ চলছে। এই ছবিতে বিনোদিনী-র চরিত্রে দেখা মিলবে শুভশ্রীর।
View this post on Instagram
আরও পড়ুন: Anushka Sharma: খাবার তালিকা থেকে বাদ মাত্র এই ৩টে জিনিস! তাতেই এত ফিট অনুষ্কা শর্মা?























