Rishi Kaushik: টলিউডে ফের ভাঙছে বিয়ে? ঋষি-দেবযানীর ১২ বছরের সম্পর্কে এবার ভাঙন?
Rishi Kaushik Divorce: ঋষির জীবনে 'বিষাক্ত মানুষ' স্ত্রী দেবযানী? ভিডিও বার্তায় এ কোন 'মেয়ে'র গল্প শোনালেন?
কলকাতা: টলিউডের অন্দরে কি ফের সম্পর্ক ভাঙার গুঞ্জন? যীশু-নীলাঞ্জনা সম্পর্কে ফাটল নিয়ে যখন জল্পনা তুঙ্গে। তখনই সামনে এল অভিনেতা ঋষি কৌশিকের একটি ফেসবুক পোস্ট। ৭ মিনিট ১৮ সেকেন্ডের ওই ফেসবুক ভিডিও বার্তায় একটি সম্পর্কের গল্প বলেছেন ঋষি। যার ছত্রে ছত্রে রয়েছে ব্যর্থ সম্পর্কের কাহিনি এবং বিস্ফোরক অভিযোগ। আর তাতেই চরমে উঠেছে তাঁর দাম্পত্য-সম্পর্ক ভাঙার জল্পনা।
কী গল্প বললেন ঋষি?
নিজের ফেসবুক পোস্টে এক বৈবাহিক সম্পর্কের কথা বলেছেন ঋষি (Rishi Kaushik viral Post)। এক ছেলের সঙ্গে এক মেয়ের সম্পর্কের কথা। এক সাদাসিধে ছেলে এবং এক উড়নচণ্ডী মেয়ের গল্প। মেয়েটির স্বভাব না কি ভাল লাগতো না ছেলেটির। তাই সম্পর্ক একটা থাকলেও দুজনের মধ্যে ভাবনা-চিন্তার বিপুল ফারাক দেখে সেটা চালিয়ে নিয়ে যেতে চায়নি ছেলেটা। ব্রেক-আপ হয়, তারপরেও মেয়েটি বারবার বুঝিয়ে সম্পর্কে ফিরে আসে। একসময় বিয়েও হয়। ঋষি কৌশিক তাঁর 'গল্পে' বলছেন- বিয়ের ৬ মাস পর থেকেই শুরু হয় সমস্যা। যে যে স্বভাবের বিষয়টি ছেলেটির ভাল লাগত না, সেটাই বিয়ের পরে আরও বাড়িয়ে দেয় ওই মেয়েটি। মেয়েটি নাকি বেপরোয়া জীবন কাটাত, যা একেবারে না-পসন্দ ছিল ছেলেটির। ধূমপান, মদ্যপান, পুরুষবন্ধুদের সঙ্গে অতিরিক্ত সখ্য- এমনই নানা অভিযোগ রয়েছে সেই মেয়েটির বিরুদ্ধে। রয়েছে আরও অভিযোগ- তুমুল বৈভবের জীবনযাপন করা, বিলাসে লাগামছাড়া খরচ। কী নেই সেই তালিকায়? তারপরেও সংসার টিকে গেল কীভাবে? ঋষি কৌশিক বলছেন, ওই মেয়েটির ব্য়ক্তিগত পরিসরে না ঢুকে ঝগড়া এড়িয়ে সংসার বাঁচানোর চেষ্টা করেছিল ছেলেটি। কিন্তু তাতে না কি আমলই দেয়নি মেয়েটি- উল্টে সবসময় ছেলেটির ব্য়ক্তিগত পরিসরে ঢুকে পড়ত মেয়েটি। শুরুতে পেশাগত ক্ষেত্র আলাদা ছিল ছেলেটি ও মেয়েটির। পরে মেয়েটি না কি ছেলেটির পেশাতেও দ্বিতীয় কেরিয়ার শুরু করে। এভাবেই ধীরে ধীরে কেটে যায় ১২ বছর।
তারপর কী হল?
শেষ পর্যন্ত মুখ খোলে ছেলেটা। গোটা সমস্যা বুঝিয়ে বলার পরেও না কি কিছুই ঠিক করতে চাননি ওই মেয়েটি। ঋষি বলছেন, 'ছেলেটিকে মেয়েটি বলল তুমি তোমার মতো থাক, আমি আমার মতো। এটাই কি আধুনিক নারী হওয়ার লক্ষ্ণণ?' কেন সেই মেয়েটি সম্পর্ক ভেঙে বেরোতে চাননি? সেটাও গল্পে বলেছেন ঋষি কৌশিক। তিনি বলছেন, 'মেয়েটা সম্পর্ক ভেঙে বেরোতে চায়নি কারণ তাহলে তাঁর আর্থিক দায়ভার অনেক বেড়ে যেত। বরের ঘাড়ে কাঠাল ভেঙে সেই টাকায় বিলাসবহুল জীবনযাপন খুব সোজা।'
ভিডিওবার্তায় শেষদিকে ওই গল্পে আরও একটি বিস্ফোরক অভিযোগ রয়েছে। ওই মেয়েটি না কি নিজের বিষয়ে একেবারে আলাদা ইমেজ তৈরি করে রেখেছে বাইরের দুনিয়ায়। আর ঘরের ভিতরে চলত অত্যাচার। ছেলেটি মুখ খোলায় তাঁকে নানা কমিশন, পুলিশ-আইনের ভয় দেখানো হয়েছে। বাইরের দুনিয়ায় না কি ছেলেটির মানসিক রোগও রয়েছে বলে প্রচার করা হয়েছে।
এই গল্পটি বলে থামেন কৌশিক-- তারপর তাঁর অনুরাগীদের কাছে একটি প্রশ্ন রাখেন। এই পরিস্থিতিতে ছেলেটির ওই মেয়েটির সঙ্গে আর সংসার করা সম্ভব কি না।
কেন বাড়ছে জল্পনা?
গোটা ভিডিও বার্তায় কারও নাম করেননি ঋষি কৌশিক (Rishi Kaushik Divorce)। কিন্তু গুঞ্জন- এই ছেলে আর মেয়ে আর কেউ নয়। খোদ ঋষি এবং তাঁর স্ত্রী দেবযানী। কেন এমন জল্পনা? এর পিছনে রয়েছে ২টি কারণ। প্রথমত ঋষি-দেবযানীর বিয়ের ১২ বছর হয়েছে। দ্বিতীয়ত ঋষির কয়েকদিন আগে করা ফেসবুকের পোস্ট। সেটাও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। কী সেই পোস্ট? একটি নিজের ছবি এবং আর একটি স্ত্রীয়ের সঙ্গে ছবি পোস্ট করে ঋষি লিখেছিলেন, 'বিষাক্ত মানুষদের বাদে পৃথিবী খুব সুন্দর।' তার পরদিনই আরও একটি ছবি পোস্ট করেন ঋষি কৌশিক। সেটি তাঁর একার ছবি। সেখানে ক্যাপশানে লেখা, 'মেরুদণ্ডহীন, আত্মসন্মানহীন, লোভী এবং আপাদমস্তক ভুল মানুষের সাথে পথ চলার চাইতে সারাজীবন একলা চলা অত্যন্ত সুখ, শান্তি এবং সন্মানের।' তারপরেই এদিনের ভিডিও বার্তা। কোথাও নাম নেই? কিন্তু ঋষির নিশানায় রয়েছেন তঁর স্ত্রী দেবযানী। এমনটাই জল্পনা বিনোদন মহলে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ