Ritabhari Abir Film: চমকের গানের চমক থাকছে ঋতাভরী-আবীরের 'ফাটাফাটি'-তে
Fatafati: চমক বাংলাদেশের শিল্পী। ঋতাভরী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় অভিনীত 'ফাটাফাটি' ছবিতে শোনা যাবে চমকের গান।
কলকাতা: 'এই মায়াবী চাঁদের রাতে.. রেখে হাত তোমার হাতে..' প্রেমমাখা এই গানের সুর, কথা মন কেড়েছিল শ্রোতাদের। গায়কের গলাও ছুঁয়ে গিয়েছিল সবার মন। ছবির নাম ছিল, 'বাবা, বেবি, ও', পরিচালনায় অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee)। আর এবার তাঁর ছবিতেই নতুন গান শোনা যাবে চমক হাসান (Chamak Hasan)-এর গলায়।
চমক বাংলাদেশের শিল্পী। ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত 'ফাটাফাটি' (Fatafati) ছবিতে শোনা যাবে চমকের গান। আজ সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নেওয়া হয়েছে উইন্ডোজ (Windows) প্রযোজনা সংস্থার তরফ থেকে। ১২ মে মুক্তি পাচ্ছে এই সিনেমা।
আরও পড়ুন: Debolina Dutta: স্বামীর সঙ্গে বয়সের বিস্তর ফারাক, গার্হস্থ্য হিংসার শিকার দেবলীনা!
'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও' ছবি দুটির বিপুল সাফল্যের পর পরিচালক অরিত্র মুখোপাধ্যায় তাঁর তৃতীয় ছবি নিয়ে একেবারে তৈরি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্তকেও (Swastika Dutta)। এই গল্প এক প্লাস সাইজ মডেলের। যাঁরা নিজেদের স্বাস্থ্য নিয়ে হীনমন্যতায় ভোগেন সবসময়, লজ্জা পান সবরকমের পোশাক পরতে, এই গল্প তাঁদের জন্যই।
এই গল্পের মুখ্যভূমিকায় দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)-কে। তাঁর বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee)। এই ছবির শ্যুটিংয়ের আগে তিনটি অস্ত্রোপচার হয়েছিল ঋতাভরীর। আর শারিরীক কারণেই বেশ কিছুটা ওজন বেড়ে যায় তার। এরপর ছবির কারণে সেই ওজন বেড়ে যাওয়াকে কেবল ধরে রাখা নয়, আরও কিছুটা ওজন বাড়াতে হয়েছিল ঋতাভরীকে।