Ritabhari Chakraborty: 'কেরিয়ারের সবচেয়ে সাহসী ছবির শ্যুটিং শেষ করলাম', 'ফাটাফাটি'-র শেষদিনে বলছেন ঋতাভরী
Ritabhari Chakraborty: আজ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে ঋতাভরী লেখেন, 'অবশেষে শ্যুটিং শেষ। আমি আমার কেরিয়ারের সবচেয়ে সাহসী ছবির শ্যুটিং শেষ করলাম।
কলকাতা: শ্যুটিং শেষ তাঁর কেরিয়ারের 'সবচেয়ে সাহসী' ছবির। সোশ্যাল মিডিয়ায় সেট থেকে টুকরো টুকরো স্মৃতির ছবি শেয়ার করে খবর দিলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhori Chakraborty)। আজ শেষ হল অরিত্র মুখোপাধ্যায়ের (Aritra Mukherjee) পরিচালনায় তাঁর নতুন ছবি 'ফাটাফাটি'-র শ্যুটিং। এই ছবিতে ঋতাভরীর বিপরীতে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee)।
আজ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে ঋতাভরী লেখেন, 'অবশেষে শ্যুটিং শেষ। আমি আমার কেরিয়ারের সবচেয়ে সাহসী ছবির শ্যুটিং শেষ করলাম। 'ফাটাফাটি'-র সফরটা আমার কাছে একটা ছবির যাত্রার থেকে অনেক বেশি। এমন একটা গল্প যেটা আমি আমার নিজের জীবনে উপলব্ধি করেছি, কেবল আমি নয়, হয়ত বেশিরভাগ মেয়েই জীবনে কখনও না কখনও উপলদ্ধি করেছেন। দর্শকদের সবাইকে ছবিটা দেখানোর জন্য় আমি যেন আর ধৈর্য্য ধরতে পারছি না। জিনিয়া সেন, তোমার কথামতো একসঙ্গে দিন-রাত জেগে আমরা এই ছবিটা তৈরি করেছি। একজন অভিনেত্রী হিসেবে আমি ধন্যবাদ দেব তোমায়। অরিত্র, তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুদের মধ্যে একজন। তেমন একজন, ঠিক যেমন বন্ধু আমি চাই। আমার শক্তি তুমি। আবীর, তোমার জন্য আমায় একটা আস্ত পোস্ট লিখতে হবে কারণ তোমার আমার এই যাত্রাটা কম কথায় লেখা যাবে না। তোমায় তুমি হওয়ার জন্য ধন্যবাদ। সবশেষে ধন্যবাদ গোটা 'ফাটাফাটি' টিমকে আমার গোটা জীবনটাই বদলে দেওয়ার জন্য। আমি আর আগের মতো থাকব না।'
আরও পড়ুন: Bollywood Celebrity Updates: বিবাহবিচ্ছেদ মিটতে না মিটতেই এ কী করলেন সোহেল খানের স্ত্রী সীমা!
এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিত্র সেন। ছবির গল্প লিখেছেন জিনিয়া সেন। প্রযোজনার দায়িত্বে রয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ'। এই ছবি প্রসঙ্গে শিবপ্রসাদ এবিপি লাইভকে বলছিলেন, 'উইন্ডোজ সবসময় চেয়েছে নতুন গল্প বলতে। এই গল্পটাও একেবারে অন্যরকম। আমি জানি সবে শ্যুটিং শুরু হয়েছে, তবুও ঋতাভরীকে ধন্যবাদ জানাব আমি। ও যে অধ্যাবসায় নিয়ে নিজের ওজন ধরে রেখেছে, তা অবশ্যই প্রশংসার যোগ্য। একজন মেয়ে, বিশেষত যিনি নায়িকা, তাঁর একবার ওজন বেড়ে গেলে অনেকরকম মুশকিল রয়েছে। ওজন বেড়ে গেলে তা কমানো বেশ মুশকিল। তা ছাড়া অনেকরকম শারীরিক সমস্যাও আসে পারে। কার্যত জীবনের জীবনের ঝুঁকি নিয়েছে ঋতাভরী।'
">