Rituparna Sengupta: দুর্গার বেশে ঋতুপর্ণা, দশমহাবিদ্যায় দেখা যাবে আর কোন কোন নায়িকাকে?
Rituparna Sengupta as Durga: চ্যানেলের তরফ থেকে ইতিমধ্যেই শেয়ার করে নেওয়া হয়েছে ছবির ঝলক। সেখানে নজর কেড়েছেন প্রত্যেক অভিনেত্রীই
কলকাতা: দুর্গারূপে নজর কাড়ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে প্রকাশ করে নেওয়া হয়ে তাঁর লুক । লাল বেনারসি, সোনার গয়নায় নজর কাড়ছেন ঋতুপর্ণা । তিনি ছাড়াও প্রকাশ করে নেওয়া হয়েছে 'দশমহাবিদ্যা'-তে দেবীর ১০ লুক । এই সব চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ছোটপর্দার ১০ অভিনেত্রীকে । মহালয়ার ভোরে সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান ।
এই প্রথমবার দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে । মা কালীর ভূমিকায় দেখা যাবে শ্রুতি দাসকে (Shruti Das)-কে । এছাড়াও দেবীর ১০ রুপে দেখা যাবে, অদৃজা রায়, ঐন্দ্রিলা শর্মা, ডোনা ভৌমিক, তিতিক্ষা দাস, রিমঝিম, সৈরীতি বন্দ্যোপাধ্যায়, দেবলীনা দত্ত, সংঘমিত্রা তালুকদার ও দেবাদ্রিতা বসুকে ।
View this post on Instagram
চ্যানেলের তরফ থেকে ইতিমধ্যেই শেয়ার করে নেওয়া হয়েছে ছবির ঝলক। সেখানে নজর কেড়েছেন প্রত্যেক অভিনেত্রীই ।
আরও পড়ুন: Mahalaya: 'কখনও দেবীর কোনও রূপে সামনে আসিনি, প্রথমবারেই দুর্গা', উচ্ছ্বসিত সোনামণি
অন্যদিকে আরও একটি চ্যানেলে এই প্রথম দূর্গার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোনামণি সাহাকে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে একটি ভিডিও। সেখানে দুর্গারূপে দেখা যাচ্ছে সোনামণিকে। অভিনেত্রী বলছেন, 'এই চরিত্র নিয়ে আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখে এসেছি। কিন্তু কখনও মা দুর্গার কোনও রূপেই আমি দর্শকদের সামনে আসিনি। প্রথমবার দুর্গারূপে দর্শকদের সামনে এসে ভালো লাগছে। আমায় বেশ কিছুটা প্রস্তুতি নিতে হয়েছে। এবার কেবল পর্দায় নিজেকে দেখার অপেক্ষা।'