Rituparna on RG Kar Issue: আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, শাঁখ বাজানো নিয়ে ট্রোলিংয়ের শিকার ঋতুপর্ণা
Rituparna Sengupta on RG Kar Issue: স্বাধীনতা দিবসে তেরঙার ছবি নয়, ঋতুপর্ণার সোশ্যাল মিডিয়ার ওয়ার জুড়ে শুধুই বিষাদ। ঋতুপর্ণা শঙ্খ বাজিয়ে বলেছেন, 'তিলোত্তমার পূর্ণ বিচার চাই'।
কলকাতা: তাঁর দাবি ছিল, 'তিলোত্তমা'-র বিচার। কিন্তু 'রাত-দখল' আন্দোলনের পাশে দাঁড়িয়েও চূড়ান্ত সমালোচনার শিকার হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট করা ভিডিওর কমেন্টবক্স ভরল নেতিবাচক মন্তব্যে। এমন কী করেছিলেন অভিনেত্রী?
সোশ্যাল মিডিয়ায় আজ ৩টি পোস্ট করেছেন ঋতুপর্ণা। এর মধ্যে একটি হল আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)-র পোস্ট করা একটি কবিতা। সোশ্যাল মিডিয়ায় এই কবিতা পোস্ট করে আয়ুষ্মান প্রতিবাদ জানিয়েছিলেন আরজি করের চিকিৎসকের নৃশংস খুন ও ধর্ষণের। প্রশ্ন তুলেছিলেন নারী নিরাপত্তা নিয়ে। সেই কবিতাই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন ঋতুপর্ণা। এরপর তিনি শেয়ার করে নিয়েছেন নিজের একটি শাঁখ বাজানোর ভিডিও। ১৪ অগাস্ট রাত দখল কর্মসূচীর ডাক দিয়েছিলেন সাধারণ নাগরিকেরা। স্বাধীনতার মধ্যরাতে রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মানুষ। ডাক আরও ছিল, যাঁরা একান্তই রাস্তায় নামতে পারবেন না, তাঁরা যেন বাড়ি থেকেই শঙ্খধ্বনি করে আন্দোলনের পাশে থাকেন। সেই ডাকে সাড়া দিয়েছিলেন ঋতুপর্ণাও। শাঁখ বাজিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।
স্বাধীনতা দিবসে তেরঙার ছবি নয়, ঋতুপর্ণার সোশ্যাল মিডিয়ার ওয়ার জুড়ে শুধুই বিষাদ। ঋতুপর্ণা শঙ্খ বাজিয়ে বলেছেন, 'তিলোত্তমার পূর্ণ বিচার চাই'। প্রসঙ্গত, আরজি করে যে মহিলা চিকিৎসের ধর্ষণ ও খুন হয়েছে সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী পরিবারের অমতে তাঁর নাম ও ছবি প্রকাশ করা যায় না। কাজেই তিলোত্তমা একটি প্রতীকী নাম। ঋতুপর্ণাও আশ্রয় নিয়েছেন সেই প্রতীকী নামেরই। ঋতুপর্ণা শেয়ারও করে নিয়েছেন একটি ন্যায়বিচারের দাবিতে লেখা। এই প্রথম নয়, এর আগেও ঋতুপর্ণা আরজি কর ইস্যুতে ন্যায়বিচারের দাবিতে মুখ খুলেছিলেন। তবে স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই কটাক্ষের স্বীকার হলেন অভিনেত্রী!
অনেকেই লিখেছেন, ঋতুপর্ণা শঙ্খ বাজানোর নাটক করছেন। অনেকে আবার লিখেছেন ঋতুপর্ণা যথাযথ সাজগোজ করে ভিডিও তৈরি করেছেন। তবে ঋতুপর্ণার দাবি যে এক্কেবারে অকাট্য, তা অস্বীকার করা যায় না। আরজি কর কাণ্ডে প্রতিবাদে সামিল হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে গোটা টলিউড। রাত দখল কর্মসূচীতে পাও মিলিয়েছিলেন টলিউডের অনেকেই।
View this post on Instagram
আরও পড়ুন: Nilanjana on RG Kar Issue: ব্যক্তিগত জীবনে ঝড়, তবু দুই মেয়েকে নিয়ে রাত-দখল আন্দোলনের পাশে নীলাঞ্জনা