এক্সপ্লোর

Top Entertainment News: প্রথমবার ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত হচ্ছেন ঋতুপর্ণা, উদয়পুরে বিবাহবন্ধনে বাঁধা পড়লেন আমির-কন্যা, বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: বিনোদন দুনিয়ায় আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন

কলকাতা: অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিন, সামাজিক বিধি মেনে নতুন জীবন শুরু করলেন আমির খান (Amir Khan) কন্যা ইরা খান (Ira Khan) ও নুপূর শিখর (Nupur Shikhare)। উদয়পুরে খ্রীস্টান রীতি মেনে, পরিবারের সবার উপস্থিতিতে বিয়ে করলেন ইরা ও নুপূর। তাঁদের প্রেম দীর্ঘদিনের। মুম্বইতে সেরেছিলেন আইনি বিয়ে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পরেছে ইরা আর নুপূরের বিয়ের বিভিন্ন মুহূর্ত। এবার রহস্য সমাধান করতে নতুন অবতারে হাজির হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। নাহ.. তিনি গোয়েন্দা নন.. তিনি এবার 'ম্যাডাম সেনগুপ্ত' (Madam Sengupta)। পরিচালন সায়ন্তন ঘোষালের নতুন ছবির নায়িকা। নতুন প্রযোজনা সংস্থা 'নন্দী মুভিজ' (Nandi Movies)-এর সঙ্গে হাত মিলিয়ে নতুন ছবি নিয়ে আসছেন ঋতুপর্ণা। থ্রিলার এই ছবির গল্প তাঁকে ঘিরেই। বিনোদন দুনিয়ায় আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন

রাশিদের মৃত্যুদিনে মঞ্চেই শান গেয়ে উঠেছিলেন, 'আওগে যব তুম ও সাজনা...'

ইংরাজিতে একটা বহুল প্রচলিত কথা রয়েছে। 'দ্য শো মাস্ট গো অন' (The Show Must Go On)। এই কথাকে যেন জীবনের বিভিন্ন সময়, বিভিন্ন মুহূর্তে মন্ত্র হিসেবে আত্মস্থ করতে হয়েছে বহু মানুষকে। শিল্পীদের তো বটেই। বাবার শেষকৃত্য থেকে এসে অভিনয় করেছেন, প্রিয়জনের বিচ্ছেদের পরেও নিয়মমাফিক শেষ করেছেন নিজের দায়িত্বের কাজ.. এই উদাহরণ কিছু কম নেই। আর সদ্য, সঙ্গীতশিল্পী শান (Shaan)-এর পোস্ট করা একটি ভিডিও যেন ফের মনে করিয়ে দিল অমোঘ সেই লাইন। 'দ্য শো মাস্ট গো অন' ... 'দ্য শো মাস্ট গো অন' ... ৯ জানুয়ারি প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পী রাশিদ খান (Rashid Khan)। দীর্ঘদিন থেকে তিনি ভুগছিলেন ক্যানসারে। কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আর উত্তরপ্রদেশের বদায়ুনে, ধর্মীয় রীতি মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রিয় শিল্পী যেদিন মিলিয়ে গেলেন অনন্তে, সেইদিন তাঁর অনুজ সঙ্গীতশিল্পী শান ফিরে দেখলেন, প্রিয় শিল্পীর মৃত্যুর খবর পাওয়ার মুহূর্ত। কলকাতায় যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাশিদ খান, সেইসময়ে শান ছিলেন বেঙ্গালুরুতে। অগ্রজকে শেষ দেখাটুকুও হয়নি শানের। দুপুরে প্রয়াত হন সঙ্গীতশিল্পী আর বিকেলেই বেঙ্গালুরুতে স্টেজ-শো ছিল শানের। মন যতই ভারি হোক.. নিয়মমতো পারফর্ম তো করতেই হবে। সেদিনের অনুষ্ঠানে, রাশিদ খানের স্মরণে শানের গলায় শোনা যায়.. 'আওগে জব তুম ও সাজনা' (Aaoge Jab Tum O Saajna)। 'জব উই মেট' ছবির যে গান এখনও ফেরে মুখে মুখে, প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করে এদিন মঞ্চে এই গানটি গেয়ে শোনান শান। 

ইরার আংটিবদল দেখতে দেখতে চোখের জল সামলাতে পারলেন না আমির

তিনি নাকি আগেই বলেছিলেন... মেয়ের বিয়েতে চোখের জল ফেলবেন তিনি। আর যখন কন্যা ইরার বিয়ে হয়ে যাচ্ছে... সেই দৃশ্য দেখতে দেখতে সত্যিই চোখের সামলাতে পারলেন না স্বয়ং আমির খান (Amir Khan)। সোশ্যাল মিডিয়ায় ইরা খানের (Ira Khan) বিয়ের ভিডিওর পাশাপাশি ভাইরাল হল আমিরের সেই ভিডিও। উদয়পুরে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সামাজিক বিয়ে সারলেন ইরা খান। উদয়পুরে বিয়ে করেছেন ইরা আর নুপূর। যেখানে বলিউডের অধিকাংশ নায়িকারাই যেখানে বিয়ের জন্য বেছে নেন লাল বা মেরুনের শেড, সেখানে ইরা বেছে নিয়েছিলেন একেবারে ধবধবে সাদা গাউন। লেহঙ্গা পরেননি ইরা। ক্রিস্টান রীতি মেনে সাদা গাউন পরেছিলেন তিনি। মাথায় ছিল ফুলেল টিয়ারা ও সাদা ওড়না। হালকা মেকআপ করেছিলেন ইরা। অন্যদিকে নূপূর পরেছিলেন বাদামি শেডের ব্লেজার ও সাদা শার্ট। সাদা জুতো পরেছিলেন ইরা, হাতে ছিল সাদা ফুলের তোড়া।  সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ইরা ও নুপূরের বেশ কিছু ভিডিও। যা ইতিমধ্যেই ভাইরাল। আর শুধু বিয়ের ভিডিওই নয়.. ভাইরাল হল আরও একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, আমি চোখের জল মুছে নিচ্ছেন টিস্যুতে। ইরা ও নুপূর শিখরের (Nupur Shikhare) আংটিবদলের মুহূর্তে ক্যামেরা ঘোরালে দেখা যায়, পাশাপাশি বসে রয়েছেন আমির ও তাঁর প্রাক্তন স্ত্রী রিনা। আবেগপ্রবণ হয়ে চোখের জল মুছে নিচ্ছেন আমির। দিচ্ছেন হাততালিও। পাশে বসে স্ত্রী রিনা। আবেগপ্রবণ তিনিও। প্রাক্তন স্ত্রীকে সামলালেন আমির। বাবা ও মায়ের হাত ধরেই বিয়ের মণ্ডপে আসেন ইরা।

উদয়পুরে রীতি মেনে বিবাহবন্ধনে বাঁধা পড়লেন আমির-কন্যা ইরা

অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিন, সামাজিক বিধি মেনে নতুন জীবন শুরু করলেন আমির খান (Amir Khan) কন্যা ইরা খান (Ira Khan) ও নুপূর শিখর (Nupur Shikhare)। উদয়পুরে খ্রীস্টান রীতি মেনে, পরিবারের সবার উপস্থিতিতে বিয়ে করলেন ইরা ও নুপূর। তাঁদের প্রেম দীর্ঘদিনের। মুম্বইতে সেরেছিলেন আইনি বিয়ে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পরেছে ইরা আর নুপূরের বিয়ের বিভিন্ন মুহূর্ত। উদয়পুরে বিয়ে করেছেন ইরা আর নুপূর। যেখানে বলিউডের অধিকাংশ নায়িকারাই যেখানে বিয়ের জন্য বেছে নেন লাল বা মেরুনের শেড, সেখানে ইরা বেছে নিয়েছিলেন একেবারে ধবধবে সাদা গাউন। লেহঙ্গা পরেননি ইরা। ক্রিস্টান রীতি মেনে সাদা গাউন পরেছিলেন তিনি। মাথায় ছিল ফুলেল টিয়ারা ও সাদা ওড়না। হালকা মেকআপ করেছিলেন ইরা। অন্যদিকে নূপূর পরেছিলেন বাদামি শেডের ব্লেজার ও সাদা শার্ট। সাদা জুতো পরেছিলেন ইরা, হাতে ছিল সাদা ফুলের তোড়া।  সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ইরা ও নুপূরের বেশ কিছু ভিডিও। যা ইতিমধ্যেই ভাইরাল। ইরা ও নুপূর ক্রিস্টান রীতিতে বাঁধা পড়েছেন নতুন বন্ধনে। মেয়ের বিয়েতে আবেগপ্রবণ হয়েছেন আমির, তবে আনন্দও করেছেন। উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য লোকজনও। নাচ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন হয়েছিল এদিন। আমন্ত্রিত ছিলেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় এখনও কোনও ছবি শেয়ার করেননি নুপূর বা ইরা কেউই। আমির খান এমনিতেই সোশ্যাল মিডিয়া থেকে অবসর নিয়েছেন দীর্ঘদিন। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সমস্ত ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। 

ইয়ালিনিকে সামলেই আবিরের সঙ্গে নতুন ছবির প্রস্তুতি শুরু শুভশ্রীর

নতুন কাজের ঘোষণা হয়েছিল আগেই। আর এবার, সোশ্যাল মিডিয়ায় 'বাবলি'-র প্রস্তুতির ছবি শেয়ার করে নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। সেখানে দেখা গেল, পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)-র অফিসে বসে রয়েছেন শুভশ্রী। পাশে রয়েছেন 'বাবলি'-র নায়ক আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় রাজের একটি ছবি শেয়ার করে মজা করে শুভশ্রী লিখেছেন, 'স্যারের সঙ্গে প্রস্তুতি'। সদ্য মা হয়েছেন শুভশ্রী। ইউভানের পরে, শুভশ্রীর কোলে এসেছে একরত্তি 'রাজকন্যা' ইয়ালিনি। ডিসেম্বর মাসেই জন্ম হয়েছে ইয়ালিনির। এখনও সন্তানের ছবি প্রকাশ্যে আনেননি রাজ বা শুভশ্রী কেউই। তবে একরত্তি মেয়েকে বাড়িতে রেখেই কাজে ফিরেছেন শুভশ্রী। ইতিমধ্যে একদিন সাংবাদিকদের প্রশ্নে শুভশ্রী এও জানিয়েছিলেন যে ইয়ালিনি ভাল আছে। তবে শুভশ্রী যেমন মাতৃত্ব উপভোগ করছেন, তেমনই উপভোগ করছেন জীবনও। ইয়ালিনির সঙ্গে যেমন সময় কাটান তিনি, তেমনই তাঁকে দেখা যায় বিভিন্ন পার্টিতেও। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় হামেশাই শেয়ার করে নেন তিনি। তাতে কটাক্ষের শিকার হলেও তাকে থোড়াই কেয়ার শুভশ্রীর। তিনি নিজের জীবনকে বাঁচেন নিজের শর্তেই। 

দীর্ঘদিন পরে ছোটপর্দায় সোমরাজ, বিপরীতে নতুন নায়িকা, আগামীকাল থেকে শুরু সম্প্রচার

দীর্ঘদিন পরে ধারাবাহিকে ফিরছেন সোমরাজ মাইতি (Somraj Maity), এই খবর ইতিমধ্যেই জানা সবার। তাঁর বিপরীতে দেখা যাবে নতুন নায়িকাকে। স্টার জলসায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'চিনি'। আর সেখানেই নায়কের ভূমিকায় দেখা যাবে সোমরাজকে। তাঁর বিপরীতে, নামভূমিকায় দেখা যাবে ইন্দ্রাণী ভট্টাচার্য্য (Indrani Bhattacharyya)-কে। আগামীকাল থেকে সম্প্রচার শুরু হবে তাঁদের নতুন ধারাবাহিকের। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। সেখানে দেখা গিয়েছে, চিনি এক ড্রাইভারের মেয়ে। তবে তার নাকি চৌধুরী বাড়িতে আসা নিষেধ। হাজার ইচ্ছে থাকলেও, বাবা যে বাড়িতে চাকরি করে, সেই বাড়িতে ঢোকা বারণ চিনির। কিন্তু অবশেষে সুযোগ আসে দ্রোণের হাত ধরে। এই দ্রোণের ভূমিকাতেই দেখা যাবে সোমরাজকে। দ্রোণের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে চিনির। অন্যদিকে রায়চৌধুরী পরিবারের বাড়িতে চিনি ঢোকার অনুমতি পেয়েছে শুনেই অসন্তুষ্ট হয় দ্রোণের ঠাকুমা। কিন্তু চিনি বাড়িতে দৌড়ে ঢুকেই পা ছুঁয়ে প্রণাম করে তার।  কিন্তু এই পা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই বদলে যায় দৃশ্যপট। চিনি দেখে, অন্ধকারে একটি আলো দিয়ে সাজানো রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছে সে। রায়চৌধুরী বাড়ি যেন একপলকে চলে গিয়েছে কয়েকশো বছর আগে। আর তার সামনে দিয়ে বেপরোয়া গতিতে ছুটে যাচ্ছে একটি গাড়ি। তাতে যেন আগুন ধরে গিয়েছে আর সেখান থেকে ভেসে আসছে মেয়েলি কন্ঠের চিৎকার। চিনি চিৎকার করে বাড়ি থেকে বেরিয়ে আসে বলতে বলতে, 'ওকে বাঁচাও ও পুড়ে যাবে।' কিন্তু তাকে ধরে ফেলে দ্রোণ। সামনে দাঁড়ানো বাবার গাড়ির দিকে আঙুল দিয়ে চিনি বলে 'গাড়িতে আগুন... ও পুড়ে যাবে'। ভুল ভাঙিয়ে দ্রোণ প্রশ্ন করে, গাড়িতে যদি সত্যিই আগুন লাগত তবে সে গাড়ি করে চিনি এই বাড়িতে এল কি করে? এই কথায় যেন সম্বিৎ ফেরে চিনির। সে দেখে সব আগের মতোই রয়েছে। তখন তার মনে প্রশ্ন জাগে.. যা দেখছিল তা কি সত্যি না মিথ্যে? এরপরেই তার মনে প্রশ্ন জাগে, এই চৌধুরী বাড়িতে কী এমন রহস্য আসে যার কারণে তাঁর আসা নিষেধ? কেনই বা বারে বারে চিনি দেখতে পায় ওই গাড়ি পুড়ে যাওয়ার দৃশ্য? সেই উত্তর খুঁজতেই শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'চিনি'। 

প্রথমবার ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত হচ্ছেন ঋতুপর্ণা, রহস্য সমাধানে এবার তিনি 'ম্যাডাম সেনগুপ্ত'

এবার রহস্য সমাধান করতে নতুন অবতারে হাজির হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। নাহ.. তিনি গোয়েন্দা নন.. তিনি এবার 'ম্যাডাম সেনগুপ্ত' (Madam Sengupta)। পরিচালন সায়ন্তন ঘোষালের নতুন ছবির নায়িকা। নতুন প্রযোজনা সংস্থা 'নন্দী মুভিজ' (Nandi Movies)-এর সঙ্গে হাত মিলিয়ে নতুন ছবি নিয়ে আসছেন ঋতুপর্ণা। থ্রিলার এই ছবির গল্প তাঁকে ঘিরেই। সায়ন্তন ঘোষালের পরিচালনায় আসছে নতুন ছবি 'ম্যাডাম সেনগুপ্ত'। এই ছবিতে একজন কার্টুনিস্টের ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণাকে। কাজের সূত্রে কলকাতা আসেন তিনি। কিন্তু সেখানে এসে, রহস্যজনকভাবে হারিয়ে যান তাঁর স্বামী। তাঁকে খুঁজে পাওয়ার জন্য যে যে পথ পেরতে হয় ম্যাডাম সেনগুপ্তকে, তাতেই বদলে যায় তাঁর জীবন। ঠিক কী কী ঘটনা ঘটবে 'ম্যাডাম সেনগুপ্ত'-র জীবনে? সেই উত্তর মিলবে পর্দায়। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন, ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee), দেবপ্রিয় মুখোপাধ্যায় (Debapriyo Mukherjee), সুহোত্র মুখোপাধ্যায় (Suhatra Mukherjee), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), শান্তিলাল মুখোপাধ্যায় (Santilal Mukherjee), অম্বরীশ ভট্টচার্য্য (Ambarish Bhattacharya), সুপ্রিয় দত্ত (Supriyo Dutta) ও অন্যান্যরা। 

আরও পড়ুন: Pankaj Tripathi: সাফল্য পেয়েছেন, ভালবাসাও! তবু কেন অভিনয় ছাড়তে চাইছেন পঙ্কজ?

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: অশান্ত বাংলাদেশ, শিলিগুড়ির কাওয়াখালিতে লক্ষ কণ্ঠে গীতা পাঠ
অশান্ত বাংলাদেশ, শিলিগুড়ির কাওয়াখালিতে লক্ষ কণ্ঠে গীতা পাঠ
IND vs AUS Test Live: হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
Sheikh Hasina: 'ফেরত দিন হাসিনাকে, বিচার করবে বাংলাদেশ', ভারতকে হুঁশিয়ারি সারজিস আলমের
'ফেরত দিন হাসিনাকে, বিচার করবে বাংলাদেশ', ভারতকে হুঁশিয়ারি সারজিস আলমের
Car Accident: যাত্রীদের কথা না শুনে বেপরোয়া চালক! প্রবল গতিতে চুরমার গাড়ি, বিপদ ঘনাল পর্যটকদের
যাত্রীদের কথা না শুনে বেপরোয়া চালক! প্রবল গতিতে চুরমার গাড়ি, বিপদ ঘনাল পর্যটকদের
Advertisement
ABP Premium

ভিডিও

Medinipur News: 'চোর হারবে, ভদ্রলোকেরা জিতবে', সমবায় ব্যাঙ্কের ভোট নিয়ে বলছেন শিশির অধিকারীMedinipur News: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সমবায় নির্বাচনেও উত্তেজনার ছবিMedinipur News: কাঁথিতে সমবায় সমিতির ভোট ঘিরে উত্তেজনা, হাতাহাতিBangladesh News: উত্তাল বাংলাদেশ, বারবার টার্গেট ইসকন। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: অশান্ত বাংলাদেশ, শিলিগুড়ির কাওয়াখালিতে লক্ষ কণ্ঠে গীতা পাঠ
অশান্ত বাংলাদেশ, শিলিগুড়ির কাওয়াখালিতে লক্ষ কণ্ঠে গীতা পাঠ
IND vs AUS Test Live: হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
Sheikh Hasina: 'ফেরত দিন হাসিনাকে, বিচার করবে বাংলাদেশ', ভারতকে হুঁশিয়ারি সারজিস আলমের
'ফেরত দিন হাসিনাকে, বিচার করবে বাংলাদেশ', ভারতকে হুঁশিয়ারি সারজিস আলমের
Car Accident: যাত্রীদের কথা না শুনে বেপরোয়া চালক! প্রবল গতিতে চুরমার গাড়ি, বিপদ ঘনাল পর্যটকদের
যাত্রীদের কথা না শুনে বেপরোয়া চালক! প্রবল গতিতে চুরমার গাড়ি, বিপদ ঘনাল পর্যটকদের
IND vs AUS 3rd Test: হেড-স্মিথের জোড়া সেঞ্চুরি, বুমরার ৫ উইকেটে সত্ত্বেও ৪০৫ রানে দিনশেষ করল অস্ট্রেলিয়া
হেড-স্মিথের জোড়া সেঞ্চুরি, বুমরার ৫ উইকেটে সত্ত্বেও ৪০৫ রানে দিনশেষ করল অস্ট্রেলিয়া
TMC-BJP News: 'ইসলামিক দেশ বানাতে চাইছেন মমতা', ফিরহাদকে তুলোধনা, ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর বার্তা
'ইসলামিক দেশ বানাতে চাইছেন মমতা', ফিরহাদকে তুলোধনা, ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর বার্তা
Pandua Cooperative Election: পান্ডুয়ায় সমবায় ভোটে বামেদের বড় জয়, খাতাই খুলতে পারল না তৃণমূল
পান্ডুয়ায় সমবায় ভোটে বামেদের বড় জয়, খাতাই খুলতে পারল না তৃণমূল
Winter Updates: শৈত্যপ্রবাহের চরম সতর্কতা, হাড় কাঁপানো ঠান্ডা আরও বাড়বে জেলায় জেলায়?
শৈত্যপ্রবাহের চরম সতর্কতা, হাড় কাঁপানো ঠান্ডা আরও বাড়বে জেলায় জেলায়?
Embed widget