Rocky Aur Rani Kii Prem Kahaani: চোখে চোখ রেখে প্রেমের জোয়ারে গা ভাসাল রকি-রানি, যোগ্য় সঙ্গত দিল অরিজিৎ-শ্রেয়ার গান
Rocky Aur Rani Kii Prem Kahaani Release: আগামী ২৮ জুলাই বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'রকি অউর রানি কী প্রেম কাহানি'।
কলকাতা: হাতে আর মাত্র কয়েকটা দিন। আর তারপরই মুক্তি পেতে চলেছে পরিচালক কর্ণ জোহরের বহু প্রতিক্ষীত ছবি 'রকি অউর রানি কী প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)। প্রকাশ্য়ে এল এই ছবির নতুন গান 'ভে কামালিয়া'। আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর সিংহর (Ranbir Singh) ওপর চিত্রায়িত এই রোম্য়ান্টির গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। এই গানের সুর সাজিয়েছেন প্রীতম এবং গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।
আলিয়া ভট্ট (Alia Bhatt), রণবীর সিংহর (Ranbir Singh)পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন , শাবানা আজমি (Sabana Azmi), ধর্মেন্দ্র (Dharmendra), জয়া বচ্চন (Joya Bacchan) ও টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury), চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)।
সম্প্রতি ছবির প্রচারে গুজরাতের ভদোদরায় গিয়েছিল ছবির টিম। আর সেখান থেকেই জমজমাট অনুষ্ঠানের ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছিলেন আলিয়া ভট্ট। এদিন অভিনেত্রীকে দেখা গিয়েছিল গোলাপি রঙের শাড়িতে। অন্য়দিকে রণবীর পরেছিলেন কালো রঙের পোশাক। দুজনেই নাচে গানে জমিয়ে রেখেছিলেন গোটা অনুষ্ঠান। তাঁদের দেখতে ছিল চোখে পড়ার মত জনসমাগম।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন