এক্সপ্লোর
Katrina Kaif Hair Care: রোজ তেল দেন চুলে, ব্যবহার করেন বিশেষ চিরুনি! ক্যাটরিনার ঝলমলে চুলের রহস্য এটাই?
Katrina Kaif Hair Care Tips: অনেকেরই ধারণা রয়েছে চুলে তেল লাগালে নাকি চুল নষ্ট হয়ে যায়। তবে জানেন কী, ক্যাটরিনা কিন্তু নিয়মিত চুলে তেল লাগান। সাধারণ চুলে অলিভ অয়েল ব্যবহার করেন ক্যাটরিনা।

জানেন কী, ক্যাটরিনা কিন্তু নিয়মিত চুলে তেল লাগান
1/9

রেশমের মতো লম্বা রেশমি ঘন চুল তাঁর। কিন্তু এতরকম স্টাইলিং বাঁচিয়ে কীভাবে চুলের যত্ন নেন ক্যাটরিনা কইফ (Katrina Kaif)? চলুন দেখে নেওয়া যাক ক্যাটরিনা তাঁর চুলের যত্নের জন্য কী কী পদক্ষেপ নেন?
2/9

অনেকেরই ধারণা রয়েছে চুলে তেল লাগালে নাকি চুল নষ্ট হয়ে যায়। তবে জানেন কী, ক্যাটরিনা কিন্তু নিয়মিত চুলে তেল লাগান। সাধারণ চুলে অলিভ অয়েল ব্যবহার করেন ক্যাটরিনা।
3/9

চুলে তেল ম্যাসাজ করলে মাথায় রক্ত সঞ্চালন ভাল হয়। এর ফলে চুল বাড়ে ভাল। সেই সঙ্গে তেলে থাকা ফ্যাটি অ্যাসিড চুলকে রাখে ঝলমলে ও নরম।
4/9

মাথার স্কাল্প বা ত্বক পরিষ্কার রাখতে নিয়মিত শ্যাম্পু করেন ক্যাটরিনা। তিনি মনে করেন, পরিষ্কার স্কাল্প চুল ভাল রাখার অন্যতম উপায়।
5/9

শ্যাম্পুর পরে নিয়মতি হেয়ার সিরাম ব্যবহার করে ক্যাটরিনা। সিরাম চুলকে নরম আর ঝলমলে রাখতে সাহায্য করে
6/9

চুলে আঁচরানোর জন্য ক্যাটরিনা ব্যবহার করেন প্যাডেল ব্রাশ। এতে চুল ভাঙা বা ঝরে পড়ার সমস্যা কমে।
7/9

সপ্তাহে একদিন হেয়ার মাস্ক ব্যবহার করেন ক্যাটরিনা। স্টাইলিংয়ের সময় হিট প্রোটেকশন সিরাম ব্যবহার করতে ভোলেন না তিনি।
8/9

কেরাটিনযুক্ত জিনিস ব্যবহার করে নিজের চুল ব্লো-ড্রাই করেন ক্যাটরিনা। মাসে একবার করে তিনি চুল ট্রিম করান।
9/9

ডায়েটের সময়ও চুলের জন্য যে খাবার ভাল তা বেছে নেন ক্যাটরিনা। চুলের স্বাস্থ্য ভাল রাখার জন্য তিনি সাপ্লিমেন্টও খান
Published at : 29 Nov 2024 12:02 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
