Roktobeej International Screening: বিদেশে বসেই দেখতে চান বাংলা ছবি? জেনে নিন কোথায় দেখা যাচ্ছে 'রক্তবীজ'
Film Roktobeej International Screening: আজ, প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, সিডনিতে আজ 'বেঙ্গলি সিনে ক্লাব অস্ট্রেলিয়া'-র তরফ থেকে আয়োজন করা হয়েছে এই ছবিটির স্ক্রিনিংয়ের
কলকাতা: বাংলায় দর্শকদের মনজয় করেছে এই ছবি, আর এবার বিদেশে পাড়ি দিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর নতুন ছবি 'রক্তবীজ' (Roktobeej)। আজ সিডনিতে স্পেশাল স্ক্রিনিং রয়েছে এই ছবির। তবে কেবল সিনডি নয়, এই প্রথম ইন্দোনেশিয়াতে স্ক্রিনিং হবে কোনও বাংলা ছবির। তা হল 'রক্তবীজ'। সোশ্যাল মিডিয়ায় আজ প্রযোজনা সংস্থার তরফ থেকে এই খবর শেয়ার করে নেওয়া হয়েছে।
আজ, প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, সিডনিতে আজ 'বেঙ্গলি সিনে ক্লাব অস্ট্রেলিয়া'-র তরফ থেকে আয়োজন করা হয়েছে এই ছবিটির স্ক্রিনিংয়ের। এছাড়াও ইন্দোনেশিয়ার কোয়ালালামপুরে 'রক্তবীজ'-এর স্ক্রিনিং হবে খুব তাড়াতাড়ি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ছবি মুক্তির দিন নিয়ে। সদ্য এই ছবিটির সাফল্য উদযাপনে একটি পার্টির আয়োজন করেছিল প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ'। এই পার্টিতে হাজির ছিলেন অনুসূয়া মজুমদার, মানালি দে, সস্ত্রীক নাইজেল আকারা, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়, সস্ত্রীক দেবাশীষ কুমার, দেবাশীষ মণ্ডল, সস্ত্রীক আবীর চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, গার্গী রায় চৌধুরী, অঙ্কুশ হাজরা, ইন্দ্রাণী দত্ত, রাজনন্দিনী, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও উজান, সুরজিৎ চট্টোপাধ্যায়, তীর্থ, স্বস্তিকা দত্ত ও অন্যান্যরা।
পুজোয় প্রথম থ্রিলার ঘরানায় পা রেখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। 'রক্তবীজ' (Roktobeej) তৈরি হয়েছে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা নিয়ে। আর এই ছবিতে, দুই পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে। বাস্তব ঘটনাকে নিয়ে তৈরি এই থ্রিলার, বক্সঅফিসে বাকি ৩ ছবিতে যে কড়া টক্কর দিচ্ছে, তা বলাই যায়।
'রক্তবীজ' থ্রিলার হলেও, পুরুষকেন্দ্রিক নয়। সেখানে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করেছেন এক নারীও। আর এই ছবি নেপথ্যে রয়েছেন তিন নারী। পরিচালকের আসনের গুরুদায়িত্বে রয়েছেন নন্দিতা। ছবির চিত্রনাট্য লিখেছেন শর্বরী ও জিনিয়া। তাঁদের কলমেই তৈরি হয়েছে বড়পর্দায় জমাটি এক থ্রিলার। ইতিমধ্যেই, পরিচালক-প্রযোজকেরা জানাচ্ছেন, দর্শকদের এই ছবি নিয়ে উচ্ছ্বাসের কথা। পুজোর পরেই হল ভরিয়ে এই থ্রিলার দেখছেন দর্শকেরা।
এই ছবির হাত ধরে, দীর্ঘদিন পরে টলিউড ছবিতে দেখা গেল ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)-কে। তাঁর দিদির ভূমিকায় দেখা গিয়েছে অনুসূয়া মজুমদারকে (Amushua Majumdar)। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, দেবলীনা কুমার (Devleena Kumar), সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharya) ও দেবাশীষ মণ্ডল (Devashish Mandal)-কে।
আরও পড়ুন: Nikita Gandhi: কোচিতে তাঁর গান শুনতে এসেই মৃত ৪ ছাত্রছাত্রী! ভেঙে পড়লেন নিকিতা গাঁধী