Rongmoshal: মাঝরাস্তায় স্কুটি খারাপ সোলাঙ্কির, সাহায্য করতে এগিয়ে এলেন যীশু!
'বাবা ও বেবি'-র সদ্য মুক্তি পাওয়া নতুন গান জুড়ে অভিনেত্রী সোলাঙ্কি রায় আর যীশু সেনগুপ্তের রসায়ন জমজমাট। ঈশান মিশ্রর গাওয়া নতুন এই গানটি কম্পোজ করেছেন অমিত ঈশান। গানের কথা লিখেছেন রীতম সেন।
কলকাতা: স্কুটি খারাপ হয়ে গিয়েছে বৃষ্টির (Bristi)। সেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে গ্যারাজে নিয়ে যাচ্ছে রোদ্দুর (Roddur)। স্কুটি সারানোর ফাঁকে নিজের একটা ছবি তুলে দেওয়ার আবদার করল বৃ্ষ্টি। মোবাইল ক্যামেরায় চোখ রেখেই রোদ্দুরের মনে হল, যেন বিশাল এক ডানা গজিয়েছে বৃষ্টির পিঠে। কোন এক স্বপ্নের জগতে রয়েছেন তারা। আর সেখানে বৃষ্টি যেন পরি!
বুঝতে পারছেন না? তাহলে দেখে ফেলতে হবে 'রংমশাল' গানের ঝলক। 'বাবা, বেবি ও..'-র সদ্য মুক্তি পাওয়া নতুন গান জুড়ে অভিনেত্রী সোলাঙ্কি রায় আর যীশু সেনগুপ্তের রসায়ন জমজমাট। ঈশান মিত্রর গাওয়া নতুন এই গানটি কম্পোজ করেছেন অমিত ঈশান। গানের কথা লিখেছেন রীতম সেন।
আরও পড়ুন: দেড় বছরও হয়নি, ইউভানকে অভিনয় শেখাচ্ছেন শুভশ্রী?
গানের চিত্রায়নে তুলে ধরা হয়েছে মূলত একটি দিনের ঘটনা। স্কুটি খারাপ হয়ে যায় বৃ্ষ্টির। সেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে গ্যারাজে নিয়ে যাচ্ছে রোদ্দুর। স্কুটি সারানোর ফাঁকে নিজের একটা ছবি তুলে দেওয়ার আবদার করল বৃ্ষ্টি। মোবাইল ক্যামেরায় চোখ রেখেই রোদ্দুরের মনে হল, যেন বিশাল এক ডানা গজিয়েছে বৃষ্টির পিঠে। কোন এক স্বপ্নের জগতে রয়েছেন তারা। আর সেখানে বৃষ্টি যেন পরি! এরপর কফি শপের আলতো গল্প অথবা শপিং মলের খুনসুটি, সব মিলিয়ে অসমবয়সী এই প্রেমের গল্পই দর্শকদের কাছে 'আদর্শ প্রেম' হয়ে উঠতে বাধ্য।
এই ছবির হাত ধরে বড়পর্দায় প্রথমবার পা রাখলেন অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)। জুটি বাঁধলেন যীশু সেনগুপ্তের (Jisshu Sengupta) সঙ্গে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), গৌরব চট্টোপাধ্যায় (Gourav Chatterjee), মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak Banerjee), রেশমি সেন (Reshmi Sen) ও বাংলা ছবির আরও নামী অভিনেতারা। ছবির কাহিনি ও চিত্রনাট্য জিনিয়া সেনের। ছবির সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রযোজনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) প্রযোজনা সংস্থা উইন্ডোজ (Windows)।