Yuvaan and Subhashree: দেড় বছরও হয়নি, ইউভানকে অভিনয় শেখাচ্ছেন শুভশ্রী?
সোশ্যাল মিডিয়ার নয়নের মণি সে। তার হাঁটাচলা থেকে শুরু করে খেলাধূলা, হাসি সবকিছুই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর একরত্তির কীর্তি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে কখনও কসুর করেন না তারকা মা-বাবা।
কলকাতা: সোশ্যাল মিডিয়ার নয়নের মণি সে। তার হাঁটাচলা থেকে শুরু করে খেলাধূলা, হাসি সবকিছুই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর একরত্তির কীর্তি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে কখনও কসুর করেন না তারকা মা-বাবা। ইউভান। পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) একমাত্র পুত্র ইউভান (Yuvaan)। সদ্য শেয়ার করে নেওয়া শুভশ্রীর নতুন ভিডিওতেও ফের নেটিজেনদের মন কাড়ল রাজপুত্র।
সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাগ করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে বাড়ির মধ্যেই একটি গাড়ি নিয়ে খেলছে ইউভান। ভিডিওটি বানিয়েছেন শুভশ্রী স্বয়ং। সেখানে নায়িকাকে বলতে শোনা যাচ্ছে, 'হাসিটা কিরকম দেখাও!' এরপরেই হাসির মত অভিনয় করে গাড়ি হাতে ছুটছে ইউভান। সেই হাসিকে অবশ্য কান্না বলে মনে হয়েছে নায়িকার। ভিডিওতে তিনি বলছেন, 'এটা তোমার অভিনয়ের হাসি না অভিনয়ের কান্না?' তার উত্তর অবশ্য দেয়নি ইউভান। নিজের মনেই সে হাসি ও কান্না দেখিয়ে গিয়েছে। ভিডিওটা পোস্ট করে শুভশ্রী লিখেছেন, 'ওর বয়স এখনও দেড় বছরও হয়নি।'
সদ্য ইউভানের খেলার একটি ভিডিও ভাগ করে নিয়েছিলেন বাবা রাজও। সবুজ মাঠে ফুটবল পায়ে খেলে বেড়াচ্ছে ইউভান। টলোমলে পায়েই বলে শট দিচ্ছে। মাথার ওপর চূড়া করে বাঁধা রয়েছে তার এলোমেলো কোঁচকানো চুল। কখনও কখনও হাতে নিচ্ছে বল। সোশ্যাল মিডিয়ায় ইউভানের মিষ্টি এই ভিডিও শেয়ার করে নিয়েছিলেন রাজ চক্রবর্তী। সেখানে দেখা যাচ্ছে, আরবানার অন্দরের সবুজ মাঠে খেলা করছে ইউভান। ভিডিও শেয়ার করে রাজ লিখেছেন, 'যাও ছোট্ট চ্যাম্প।' আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় সেই ভিডিওতে কমেন্ট করেছেন, 'আমার শক্তিশালী বাচ্চা।' দর্শনা বণিক থেকে শুরু করে একাধিক টলি তারকারা মজেছেন ইউভানের এই মিষ্টি ভিডিওতে। কমেন্টে জানিয়েছেন সেই মুগ্ধতা।
আরও পড়ুন: 'উত্তরণ'-এর গল্পের সঙ্গে নিজের জীবনের কমবেশি মিল সবাই খুঁজে পাবেন: মধুমিতা
কোয়ারেন্টিন শেষ। সদ্য করোনামুক্ত হয়ে ইউভানের (Yuvaan) কাছে ফিরেছেন বাবা রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মন ভালো করা মিষ্টি ছবি। করোনামুক্ত মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। গত ৭ দিন নিজের বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তাঁরা। আলাদা থাকতে হয়েছিল ছোট্ট ইউভানকে।