Rudranil and Rahul's New Movie: 'আকাশ অংশত মেঘলা'-য় দেখা হবে রাহুল-রুদ্রনীলের, তারপর?
Rudranil and Rahul's New Movie Annauncement: গল্পের প্রেক্ষাপটে রয়েছে একটি কারখানা বন্ধ হওয়ার ঘটনা। অপ্রত্যাশিতভাবে একটা কারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে দুই ব্যক্তির জীবনযাত্রার ওপর প্রভাব পড়ে।
কলকাতা: বড়পর্দায় মুখোমুখি দুই তাবড় অভিনেতা। রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) ও রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। নতুন ছবি 'আকাশ অংশত মেঘলা'-তে প্রথমবারের জন্য পর্দা ভাগ করবেন তাঁরা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিটির ফার্স্ট লুক। 'আকাশ অংশত মেঘলা'-র পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee)। ধাগা প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাবে এই ছবিটি।
'আকাশ অংশত মেঘলা' ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে রুদ্রনীল ঘোষ, রাহুল বন্দ্যোপাধ্যায়, অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty) ও বাসবদত্ত চট্টোপাধ্যায় (Bashabdutta Roy) কে। এছাড়াও রয়েছেন, দামিনী বেনি বসু, দেবদূত ঘোষ, কৌশিক কর, রুমকি চট্টোপাধ্য়ায়, শংকর দেবনাথ, সুদীপ সরকার ও অন্যান্যরা।
গল্পের প্রেক্ষাপট
গল্পের প্রেক্ষাপটে রয়েছে একটি কারখানা বন্ধ হওয়ার ঘটনা। অপ্রত্যাশিতভাবে একটা কারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে দুই ব্যক্তির জীবনযাত্রার ওপর প্রভাব পড়ে। কিন্তু এই কারখানা বন্ধ হয়ে যাওয়া ছাড়া ওই দুই ব্য়ক্তির মধ্যে কোনও যোগসূত্র নেই। পাটকলের এক শ্রমিক হিসেবে চাকরি করতেন রসময় বন্দ্যোপাধ্যায়। কিন্তু লকডাউনে হঠাৎ বন্ধ হয়ে যায় কারখানা। রসময়, তার স্ত্রী ও কন্যার জীবন হঠাৎ বদলে যায়। তিনি কারখানাটি ফের চালু করার জন্য ট্রেড ইউনিয়নের নেতৃত্বে আন্দোলন ও বিক্ষোভে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু বাস্তব পরিস্থিতি তাঁকে বাধ্য় করে পেশা বদলাতে। রাস্তায় খাবার বিক্রি করাকেই পেশা হিসেবে বেছে নেয় রসময়।
আরও পড়ুন: Feluda: মিশ্র প্রতিক্রিয়া, তবু সবচেয়ে বেশি মানুষ দেখলেন ফেলুদাকে!
অন্য গল্প বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র অনির্বাণ সরকারের। লকডাউনে হঠাৎ বাবার কারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রভাব পড়ে তাঁর পড়াশোনায়। পড়াশোনা বন্ধ রেখে চাকরির খোঁজ করে অনির্বাণ। কিন্তু পরিবারের পাশে দাঁড়ানোর মতো চাকরি পায় না সে। তাঁর একটি প্রেমের সম্পর্কও রয়েছে। মেয়েটির নাম আনন্দী। তাঁরও জীবনে সমস্যা রয়েছে।
কাকতালীয়ভাবে হঠাৎ একদিন রাস্তায় দেখা হয়ে যায় এই রসময় আর অনির্বাণের। ঘুরে যায় গল্পের মোড়। বাকি কাহিনীর জট খুলবে বড়পর্দায়। ফার্স্ট লুক প্রকাশ্যে আসলেও এখনও ছবির মুক্তির দিন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।