Rupam on Chandramauli: 'আমি মৃতদেহের মুখে তোকে দেখব না'.. চন্দ্রমৌলির প্রয়াণে হাহাকার রূপমের
Rupam Islam on Chandramouli Biswas: সোশ্যাল মিডিয়ায় আজ রূপম স্মৃতিচারণা করেছেন দীর্ঘদিন ধরে তাঁর ব্যান্ডের বেসিস্ট চন্দ্রমৌলির। 'হৈ হৈ করে হাসি' হাসতেন চন্দ্রমৌলি

কলকাতা: রবিবার খবরটা যেন শুনিয়েছিল বজ্রপাতের মতোই। যে মানুষটা এই হাসছেন, কথা বলছেন, ঝড় তুলছেন গিটারে... সেই মানুষটা এমন চরম পরিণতি বেছে নেবেন, নিজেকে শেষ করে দেবেন তা ভাবতে পারেননি কেউই। রবিবার কল্যাণীতে অনুষ্ঠান করতে যাওয়ার পথে খবরটা পেয়েছিলেন রূপম ইসলাম-রা (Rupam Islam)। প্রাক্তন ব্যান্ড মেম্বার চন্দ্রমৌলী বিশ্বাস (Chandramouli Biswas) -এর ঝুলন্ত দেহ উদ্ধার রয়েছে তাঁরই বাড়ি থেকে। জানা গিয়েছে, অবসাদে ভুগছিলেন তিনি। মৃতদেহের সঙ্গে মিলেছে সুইসাইড নোটও। আর এই খবরে শোকস্তদ্ধ তাঁর গানের জগতের বন্ধুরা। শোকস্তদ্ধ রুপম ইসলাম-ও। তাই বোধহয় নিজেকে সামলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বন্ধুর মৃত্যু নিয়ে কয়েকটা কথা লিখতে তাঁর সময় লেগে গেল বেশ অনেকটাই।
সোশ্যাল মিডিয়ায় আজ রূপম স্মৃতিচারণা করেছেন দীর্ঘদিন ধরে তাঁর ব্যান্ডের বেসিস্ট চন্দ্রমৌলির। 'হৈ হৈ করে হাসি' হাসতেন চন্দ্রমৌলি। তিনি রূপমের সঙ্গে গান নিয়ে কিছু কাজ করতে চেয়েছিলেন। রূপম প্রকাশ্যে এনেছেন তাঁর সঙ্গে শেষ কথোপকথনের কিছু অংশ। সেখানে কিছু গান নিয়ে কথা বলা হয়েছে। কিছু গান নিয়ে কথা হয়েছে তাঁদের। সেখানে রূপম ইসলাম বলেছেন, তিনি নতুন প্রোজেক্টের কাজ শুরু করেছেন। কিন্তু কিছু গান ছুঁয়েও দেখেননি রূপম। রাখা আছে চন্দ্রমৌলীর জন্যই। তাঁর কাছ থেকে কিছু সময় চেয়েছিলেন চন্দ্রমৌলী। সেই কথা উল্লেখ করে রূপম লিখেছিলেন যে, কিছু গান তিনি তুলে রেখেছিলেন চন্দ্রমৌলীর জন্য। তাঁর সঙ্গে আবার কাজ করার জন্য। তবে চন্দ্রমৌলী সময় চাওয়ায় তিনি মনে করেছিলেন হয়তো এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন চন্দ্রমৌলী। সামলে নিয়ে তিনি আবার নতুন গান তৈরি করবেন। তবে সেই গান আর গাওয়া হল রূপমের। গিটারে ঝড় তোলা হল না বেসিস্ট চন্দ্রমৌলির।
বর্তমানে গোলক এবং জম্বি কেজ কন্ট্রোল নামের দুই ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। একটা সময় তিনি দীর্ঘদিনের জন্য ছিলেন 'ফসিলস'-এর সদস্য। জানা গিয়েছে, পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করছে। যে সময়ে এই ঘটনা ঘটেছে, সেই সময়ে নাকি বাড়িতে একাই ছিলেন চন্দ্রমৌলি। তাঁর বাবা ও মা একটি নিমন্ত্রণরক্ষায় বাইরে গিয়েছিলেন। সেই সময়েই নাকি এক ঘটনা ঘটে যায়। বেসিস্টের ঝুলন্ত দেহ প্রথম দেখতে পান শিল্পীর বর্তমান ব্যান্ড সঙ্গী মহুল চক্রবর্তী। রবিবার একটি কাজে চন্দ্রমৌলির বাড়িতে হাজির হয়েছিলেন মহুল। চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ দেখা মাত্রই স্থানীয় থানায় ফোন করেন মহুল। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
ফেসবুক পোস্টের ছত্রে ছত্রে রূপমের হাহাকার.. লিখছেন, 'আমি মৃতদেহের মুখে তোকে দেখব না, তোকে চিনব না ওভাবে...'
আরও পড়ুন: Arun Roy Funeral: অরুণ রায়ের শ্রাদ্ধে দেব, রুক্মিণী, সোমু, শেষ শ্রদ্ধা জানালেন পরিচালককে






















