Rupanjana Mitra: বসন্তে পাহাড়কে সাক্ষী রেখে জীবনের নতুন অধ্যায়ে পা, আংটিবদল করলেন রূপাঞ্জনা
Actress Rupanjana Mitra: সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে রূপাঞ্জনা লিখেছেন, 'সত্যি ভালবাসা কখনও শেষ হয় না। একসঙ্গে থাকার নতুন শুরু। আংটিবদল। এনগেজড।'
![Rupanjana Mitra: বসন্তে পাহাড়কে সাক্ষী রেখে জীবনের নতুন অধ্যায়ে পা, আংটিবদল করলেন রূপাঞ্জনা Rupanjana Mitra: Actress Rupanjana Mitra exchanged ring with her lover Ratool Mukherjee, Know in details Rupanjana Mitra: বসন্তে পাহাড়কে সাক্ষী রেখে জীবনের নতুন অধ্যায়ে পা, আংটিবদল করলেন রূপাঞ্জনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/23/9fd77898c11dcecd45084d6f1589bf22167717400804049_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বাগদান সারলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)! নাহ.. কলকাতায় নয়, দার্জিলিংয়ের পাহাড়ের কোলে। চার্চের সামনে আংটিবদল করলেন দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে। আপাতত ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-তে অভিনয় করছেন রূপাঞ্জনা। ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রূপাঞ্জনা। দার্জিলিংয়ে দীর্ঘদিনের প্রেমিক রাতুলের সঙ্গে আংটিবদল করলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় পাহাড়ি প্রেমের ছবি শেয়ার করে নিচ্ছেন রূপাঞ্জনা। সেখানেই বসন্তের রোদ মেখে দার্জিলিংয়ের পাহাড়ে মুহূর্ত বের করে নিচ্ছেন দুজনেই। আর সেখানেই আংটিবদল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে রূপাঞ্জনা লিখেছেন, 'সত্যি ভালবাসা কখনও শেষ হয় না। একসঙ্গে থাকার নতুন শুরু। আংটিবদল। এনগেজড।'
আরও পড়ুন:Jeetu Kamal: মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে গিয়ে ১৯ বছর আগের স্মৃতিচারণা জিতুর
অনুষ্ঠান নয়, আয়োজন নয়, কেবল পাহাড়কে সাক্ষী রেখে প্রেমের অকপট স্বীকারোক্তি। রাতুল ও রূপাঞ্জনার বয়সের পার্থক্য ৬ বছর। পরিচালনা করার আগে অভিনয় করতেন রাতুল। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন রূপাঞ্জনাও। কাজ করেছেন ধারাবাহিক ও সিনেমায়। ২০১৭ সাল থেকে ছেলেকে নিয়ে একাই থাকেন রূপাঞ্জনা। সিঙ্গল মাদার।
রাতুলের সঙ্গে প্রেমের কথাও গোপন করেননি রূপাঞ্জনা। বরং বারংবার বলেছেন, বয়সের কারণেই তাঁদের প্রেম অনেক পরিণত। সোশ্যাল মিডিয়াতেও যুগলে শেয়ার করে নেন টুকরো টুকরো মজার মুহূর্ত, ভালবাসার দলিল। তবে এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তাঁরা। আড়ম্বরহীন, সাক্ষী রইল পাহাড়।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)