Solanki Roy: জীবনের আশি শতাংশই তো জনগণের চর্চায়, আমি চেষ্টা করে কুড়ি শতাংশ ব্যক্তিগত রাখতে: শোলাঙ্কি
Solanki Roy Exclusive: তাঁর সঙ্গে সোহমের মজুমদারের প্রেমের গুঞ্জন রয়েছে। কিন্তু আদৌ কী সম্পর্কে রয়েছেন শোলাঙ্কি?
কলকাতা: বাকি সমস্ত বিষয়ে তিনি স্পষ্টবক্তা হলেও, নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে পছন্দ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক নিয়ে তাঁর মুখে কুলুপ। গুঞ্জনেও কান দিতে চান না তিনি। নিজের নিয়ম মেনে চলেন তিনি। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রথম সম্পর্ক নিয়ে সরাসরি উত্তর দিলেন শোলাঙ্কি রায় (Solanki Roy)। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'ভাগ্যলক্ষ্মী'। সেই ছবি নিয়ে কথা বলতে বসে, ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন শোলাঙ্কি।
তাঁর সঙ্গে সোহমের মজুমদারের প্রেমের গুঞ্জন রয়েছে। কিন্তু আদৌ কী সম্পর্কে রয়েছেন শোলাঙ্কি? অভিনেত্রী বলছেন, 'আমি একটা থিওরিতে বিশ্বাস করি। আমার জীবন আশি শতাংশই জনগণের। আশি শতাংশই জনসাধারণের চর্চার মধ্যে থাকে। কিন্তু ২০ শতাংশটা আমার। আর সেটা ভীষণভাবেই আমার। যে কোনও মানুষের ব্যক্তিগত জায়গাটা খুব যত্ন করে গুছিয়ে রাখা একটা জায়গা। সেখানে যখন অনেক মানুষের মন্তব্য চলে আসে.. বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সমস্ত মানুষের, সমস্ত বিষয়ে কথা বলার স্বাধীনতা রয়েছে। আগে আমরা দুবার ভাবতাম কিছু বলার আগে। কারণ মুখের সামনে গিয়ে কথাগুলো বলতে হত তো.. সেটা আমাদের থামাত। এখন সেই ফিল্টারটা আর নেই। আর আমরা সবাই মানুষ। ওই সমস্ত মন্তব্য একেবারে প্রভাব ফেলবে না এটা হয় না। ভীষণ প্রভাব ফেলে। তাই আমার মনে হয়, ব্যক্তিগত জীবনটাকে যত আড়ালে রাখব, ওটা তত সুরক্ষিত থাকবে। আর কোনও কারণ নেই। এই কারণেই আমি আমার সম্পর্ক, পরিবার, বন্ধু সমস্ত কিছুকে একেবারে বন্ধ করে রাখি।'
বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে এই নিয়ম মেনে চলা কী কঠিন? সোলাঙ্কি বলছেন, 'ভীষণ কঠিন। কারণ বললাম না,, জীবনের আশি শতাংশটাই তো দর্শকদের মধ্যে। ওই ২০ শতাংশটাকে রক্ষা করাটা খুব কঠিন হয়ে পড়ে। সবাই সবকিছু জানতে চায় আর অর্ধেক জেনে নানারকম মন্তব্য করে। সেই সমস্তকিছু থেকে বাঁচিয়ে রাখাটা সত্যিই একটা লড়াই। কিন্তু আমরা বাস করি এই সোশ্যাল মিডিয়ার দুনিয়াটায়। আমি চাইলেও সোশ্যাল মিডিয়াটাকে আমার জীবন থেকে সম্পূর্ণভাবে বাদ দিতে পারব না। সেটা একদিকে যেমন আমার কাজের জন্য, অন্যদিকে সেটা আমার দর্শকের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যম। এটা ভীষণ কাজের হলেও, ব্যক্তিগত জীবনে আমার মনে হয়, খুব বেশি সোশ্যাল মিডিয়া আমাদের ব্যক্তিগত জীবনের ক্ষতি করছে। আমরা ছোট ছোট মুহূর্তগুলোকে বাঁচতে ভুলে যাই। অপেক্ষা করতে ভুলে যাই।'
আরও পড়ুন: Solanki Roy: যে মাধ্যমেই কাজ করি না কেন, আমার দর্শক হারানোর ভয় নেই