Sabyasachi Aindrila: পা মাটিতে পড়ছে না সব্যসাচীর, সৌজন্যে ঐন্দ্রিলা
সোশ্যাল মিডিয়ায় একটি খুনসুটির ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা। সেখানে দেখা গেল, সব্যসাচীকে কোলে তুলে নিয়েছেন তিনি। সোশ্য়াল মিডিয়ায় ঐন্দ্রিলা লিখেছেন, 'দেখো সব্যসাচী, আমি কত শক্তিশালী।'
কলকাতা: তাঁদের সম্পর্ক যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রেমের মানে। কিভাবে কঠিন সময় হাতে হাত রেখে পেরিয়ে যাওয়া যায় অনায়াসে, তাঁর উদাহরণ দিলেন তাঁরা। সব্য়সাচী চট্টোপাধ্যায় (Sabyasachi Chatterjee) আর ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। অনেক কঠিন সময়ে ঐন্দ্রিলাকে আগলে রেখেছেন সব্যসাচী। আর আজ সোশ্য়াল মিডিয়ার পোস্ট করা ছবিতে দেখা গেল, শূন্যে সব্যসাচীর পা, তিনি ঐন্দ্রিলার কোলে!
সোশ্যাল মিডিয়ায় একটি খুনসুটির ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা। সেখানে দেখা গেল, সব্যসাচীকে কোলে তুলে নিয়েছেন তিনি। সোশ্য়াল মিডিয়ায় ঐন্দ্রিলা লিখেছেন, 'দেখো সব্যসাচী, আমি কত শক্তিশালী।' লোকেশন বলছে, আইআইটি খড়গপুরের ক্যাম্পাসে হাজির হয়েছিলেন তাঁরা।
দীর্ঘ দিনের কঠিন রোগ সারিয়ে যেন নতুন জীবনে পা রেখেছেন। ধীরে ধীরে ফিরিয়ে আনছেন পুরনো অভ্যাস, পছন্দগুলোকে। সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি নাচের ভিডিও শেয়ার করে নিয়েছিলেন ঐন্দ্রিলা। তার মধ্যে নাচ তাঁর অন্যতম প্রিয়। তাঁর প্রত্যেক মুদ্রা, পায়ের মোচড় যেন কথা বলে।
নিজের সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই কিছু না কিছু পোস্ট করতে থাকেন। কখনও বা ক্যাপশনে প্রাণ ঢেলে মনের কথা ভাগ করে নেন কখনও নিজের অপরূর নৃত্যশৈলি দিয়ে মন জয় করেন অনুরাগীদের।
ক্যানসারের সঙ্গে লড়াই শেষে জয়ী ঐন্দ্রিলা। ব্যধির কারণে তাঁর ভালবাসার নাচও তুলতে হয়েছিল আলমারিতে। কিন্তু এখন তিনি মুক্ত। আর এই সময়টাকে চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী।
আরও পড়ুন: Vikram-Solanki: পাঁচ বছর পরে 'শহরের উষ্ণতম দিনে' দেখা হল 'ইচ্ছে নদী' জুটির, তারপর?
ঐন্দ্রিলার নাচের ভিডিওয় অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ জানিয়েছেন ভালবাসা তো কেউ শুভেচ্ছা।
আর এই গোটা অসুস্থতার সময়ে ঐন্দ্রিলার পাশে যিনি ছিলেন তিনি, অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। এদিন ভিডিও পোস্ট করে ক্যাপশনে ঐন্দ্রিলা লেখেন, 'আমার নিজের ছন্দে ফিরে আসা'। আর সেই পোস্টই আরও এক মজার, অথচ স্নেহের ছোঁয়া দিয়ে ক্যাপশন লিখে শেয়ার করেন সব্যসাচী। সেখানেও উপচে পড়ে অনুরাগীদের ভালবাসা।
তেমনই একটি ভিডিও সম্প্রতি তিনি পোস্ট করেছেন ফেসবুকে। 'মেঘের পালক চাঁদের নোলক, কাগজের খেয়া ভাসছে...'। তাঁর শরীরও যেন গানের তালে তালে মেঘের পালকের মতো ভাসছে। তাঁর মুদ্রা, মুখের ভঙ্গিমায় মন জয় করছেন সহজেই।