Srabanti Chatterjee: 'সাদা রঙের পৃথিবী'-র জন্য রঙিন আয়োজন, শ্রাবন্তী এবার নিজেই নিজের প্রতিপক্ষ!
Srabanti Chatterjee: এই ছবির প্রেক্ষাপট বেনারস। বেনারসের একটি নারীপাচার চক্রকে নিয়েই গড়ে উঠেছে ছবির গল্প। কিভাবে সেই চক্র কাজ করে, কিভাবে সেখানে এসে মেয়েরা হারিয়ে যায়.. সেই গল্পই তুলে ধরা হবে ছবিতে
কলকাতা: যাদের পৃথিবীতে কেবল পড়ে থাকে সাদা রঙ.. এই ছবির গল্প যেন তাঁদের নিয়েই। তবে কেবল মনখারাপ বা দুঃখ নয়... এই গল্প প্রতিবাদের, লড়াইয়ের, জীবন খুঁজে নেওয়ার। মুক্তি পেল, পরিচালক রাজর্ষি দে (Raajhorshee De)-র নতুন ছবি 'সাদা রঙের পৃথিবী'-র ট্রেলার।
এই ছবি মূলত একাধিক তারকাকে নিয়ে। এর আগেও রাজর্ষি Ensemble cast নিয়ে ছবি করেছেন, তবে এই ছবিতে আকর্ষণ রয়েছে অনেকগুলি। তার মধ্যে মূল হল, দ্বৈত চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)-কে। এছাড়াও, 'সাদা রঙের পৃথিবী' (Sada Ronger Prithibi)-তে দেখা যাবে একাধিক অভিনেতা অভিনেত্রীকে । ছবির মুখ্যভূমিকায় ও দ্বৈতচরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে । এছাড়াও থাকছেন, সৌরসেনী মৈত্র (Souroseni Maitra), অরিন্দম শীল (Arindam Sil), ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobrojo Mukherjee), স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee), রিচা শর্মা (Richa Sharma), দেবলীনা কুমার (Devlina Kumar), মল্লিকা বন্দ্যোপাধ্যায় (Mallick Banerjee), ঈশান মজুমদার (Isaan Majumdar), অনন্যা বন্দ্যোপাধ্যায় (Anannya Banerjee), দেবশ্রী গঙ্গোপাধ্যায়, সোহিনী গুহ রায়, ঐন্দ্রিলা বসু, অনুরাধা চৌধুরী, তথাগত চৌধুরী ও অন্যান্যরা ।
এই ছবির প্রেক্ষাপট বেনারস। বেনারসের একটি নারীপাচার চক্রকে নিয়েই গড়ে উঠেছে ছবির গল্প। কিভাবে সেই চক্র কাজ করে, কিভাবে সেখানে এসে মেয়েরা হারিয়ে যায়.. সেই গল্পই তুলে ধরা হবে ছবিতে। ট্রেলারে একদিকে যেমন ফুটে উঠেছে বিধবাদের ওপর নিয়ম-নীতির দমবন্ধ করা পরিস্থিতির কথা, তেমনই উঠে এসেছে এক চক্রের কথা। অরিন্দম শীলকেও দেখা যাবে নেতিবাচক চরিত্রে।
এই গল্প একটি আশ্রম নিয়ে। সেখানে বিধবাদের আশ্রয় দেওয়ার আড়ালে চলতে থাকে নারীপাচার । এই চক্রের সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে যুক্ত শ্রাবন্তীর একটি চরিত্র ভবানী। এই চরিত্রটি নেতিবাচক। অন্যদিকে অন্য আরেকটি চরিত্র, শিবানী, তাঁর চরিত্রটি ইতিবাচক। সৌরসেনীর চরিত্রের নাম অলক্ষী। সেই প্রথম ফাঁস করে এই আশ্রমের অভ্যন্তরে হওয়া সব নারীপাচার চক্রের ।
এই ছবির ট্রেলার মুক্তিতে কার্যত চাঁদের হাট বসেছিল শহরের একটি প্রেক্ষাগৃহে। হাজির ছিলেন ছবির কলাকুশলীরা। লাল পোশাকে নজর কাড়েন শ্রাবন্তী। হাজির ছিলেন পরিচালক শুভ্রজিৎ মিত্রও। এই ছবিতে অভিনয়ও করেছেন তিনি।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।