Rukmini Maitra: বিদ্যুতের সঙ্গে রুক্মিণীর আইটেম নম্বর, ঝলক প্রকাশ্য়ে আসতেই অনুরাগীদের মুখে দেবের নাম!
Vidyut Jammwal and Rukmini Maitra: জমাটি এই গানে এমসি স্কোয়্যার ও গণেশ আচার্যের সঙ্গে কাজ করেছেন রুক্মিণী। গানটির নাম 'রম রম'।
কলকাতা: তিনি যে ফের বলিউডে কাজ করতেন, সেই খবর আগেই এবিপি লাইভকে (ABP Live) দিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। আর এবার, প্রকাশ্যে এল বিদ্যুৎ জামওয়ালের (Vidyut Jammwal) নতুন ছবির গানের ঝলক। সেই গানের , বলি তারকার সঙ্গে নজর কাড়লেন রুক্মিণী।
সামনেই মুক্তি পাচ্ছে বিদ্যুতের প্রযোজিত ও অভিনীত ছবি 'ক্র্যাক' (Crakk)। সেই ছবিতে, একটি গানে দেখা যাবে রুক্মিণীকে। জমাটি এই গানে এমসি স্কোয়্যার ও গণেশ আচার্যের সঙ্গে কাজ করেছেন রুক্মিণী। গানটির নাম 'রম রম' (Rom Rom)। এই গানের ঝলক দেখে, অনেকে দেব-এর প্রসঙ্গ টেনে মজা করেছেন, অনেকেই আবার প্রশংসা করেছেন অভিনেত্রীর।
এর আগে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে এই গানের বিষয়ে রুক্মিণী বলেছিলেন, 'সনক-এ কাজ করার সময় থেকে বিদ্যুতের সঙ্গে একটা খুব ভাল বন্ধুত্ব তৈরি হয়েছিল। ও আমার পরিবারের মতোই হয়ে গিয়েছে। ও নতুন ছবি করছে, 'ক্র্যাক'। নিজের প্রযোজনাতেই। বিদ্যুতের সঙ্গে, নোরা ফতেহি (Nora Fatehi) রয়েছেন ছবিটায়। আমি অতিথি শিল্পী হিসেবে থাকব। বিদ্যুৎই জানিয়েছিল, একটা গান ও শ্যুট করতে চায় আমার সঙ্গে। না করিনি। বিদ্যুৎ অবশ্য দিন দুয়েকের সময় চেয়েছিল। আমার 'টেক্কা'-র শ্যুটিং চলছিল, ফলে মাত্র ১ বেলার ছুটি পেয়েছিলাম। তাতেই গানের শ্যুটিংটা শেষ করলাম। বলিউডের এমসি স্কোয়্যার ও গণেশ আচার্যের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। সব মিলিয়ে মনে রাখার মতো একটা কাজ। বিদ্যুতের সঙ্গে কাজ করতে সবসময়েই ভাল লাগে। ছবিতে নিজের চরিত্রেই দেখা যাবে আমাকে। রুক্মিণী মৈত্র।' ২৩ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি।
প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) পরিচালনায় আপাতত কলকাতায় চলছে রুক্মিণীর নতুন ছবির শ্যুটিং। 'টেক্কা'। সদ্যই প্রকাশ্যে এসেছে ছবির লুক। সেই লুকের মধ্যে নজর কেড়েছেন রুক্মিণী। ছোট চুল, গায়ে চামড়ার জ্যাকেট, চোখে-মুখে রুক্ষতা। এই ছবিতে পুলিশের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
View this post on Instagram
আরও পড়ুন: Bashabdutta: প্রথমবার ওয়েব সিরিজে বাসবদত্তা-রেজওয়ান, আসছে 'শক্তিরূপেণ'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।