Kurban Film: বড়পর্দায় এবার অঙ্কুশ-প্রিয়ঙ্কা জুটি, প্রকাশ্যে শৈবাল মুখোপাধ্যায়ের 'কুরবান' ছবির প্রথম লুক
Saibal Mukherjee Directed Kurbaan: 'কুরবান' মনুষ্যত্বের গল্প বলবে, মানুষের কথা বলবে, হাসানের কথা বলবে। জীবনের নানা রকম ওঠানামায় মানুষকে যে কী কী করতে হয়, সেই জানা অজানা পথের কথা বলবে।
কলকাতা: বড়পর্দায় এবার জুটি বাঁধতে চলেছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। শৈবাল মুখোপাধ্যায়ের (Saibal Mukherjee) পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি 'কুরবান' (Kurbaan)। ঘোষণা করা হল আজ, শুক্রবার। প্রকাশ্যে এল মুখ্য দুই চরিত্রের প্রথম লুক।
এবার বড়পর্দায় অঙ্কুশ-প্রিয়ঙ্কা জুটি
শৈবাল মুখোপাধ্যায়ের পরিচালনায় 'কুরবান' ছবিতে জুটি বাঁধবেন অঙ্কুশ ও প্রিয়ঙ্কা। এর আগে তাঁরা একসঙ্গে 'বিবাহ অভিযান' ও 'আবার বিবাহ অভিযান' ছবিতে কাজ করলেও একে অপরের বিপরীতে এই প্রথম কাজ করবেন।
'কুরবান' মনুষ্যত্বের গল্প বলবে, মানুষের কথা বলবে, হাসানের কথা বলবে। জীবনের নানা রকম ওঠানামায় মানুষকে যে কী কী করতে হয়, সেই জানা অজানা পথের কথা বলবে। সবুজ গ্রামের প্রেক্ষাপটে সহজ সরল হাসান আর হিজলের সংসার। অন্য মানুষের থেকে একটু বেশিই যেন অনুভূতিপ্রবণ হাসান। তার কারণ হয়তো তার আব্বা, আম্মি আর আম্মির হিন্দু সই - তার মাসি। একনজরে হাসানের সংসার বড় সুখের মনে হয়। টলমল পায়ে দাওয়ায়, ঘরে, উঠোনে, ঘুরে বেড়ায় তাদের মিষ্টি ছেলে হাসু, মাসির আদরের গোপাল।
কিন্তু অন্য জীবনবোধ হাসানকে বাকি সবার থেকে অনেকটা একা রাখে। যেমন সে বিশ্বাস করে, ছিপ দিয়ে মাছ ধরা আসলে বিশ্বাসঘাতকতার অন্য নাম। কারণ খাবারের দাওয়াতে ডেকে তাদের মারা হয়। জীবনের শেষ লড়াই করার সুযোগ থেকে তারা বঞ্চিত হয়। জীবন হাসানকে আলাদাভাবে দেখে, সেও জীবনকে আলাদা চোখে দেখে। হাসানের কথায়, ব্যবহারে কীসের যেন একটা ইঙ্গিত ধরেও ধরতে পারে না হিজল। হাসান বিশ্বাস করে 'শুধু ভালবাসাই মানুষের ধর্ম...!' তারপর?
আরও পড়ুন: Mamata Banerjee: 'সিরিয়াল প্রেমী' মমতা বন্দ্যোপাধ্যায়, ভাগ করে নিলেন মনের কথা
তাঁর ছবি সম্পর্কে পরিচালক বলেন, 'সিনেমার জন্য গল্প লিখতে গিয়ে চরিত্র অনুযায়ী কিছু মুখ ভেসে ওঠে। হাসানের চরিত্রায়ণের জন্য যেমন প্রথমেই অঙ্কুশের সংবেদনশীল চোখদুটো ভেসে উঠেছিল। দেখতে পেয়েছিলাম মাথায় বড় চুল, একগাল এলোমেলো দাড়ি নিয়ে স্নিগ্ধ, স্থির, গভীর হাসানকে। একইভাবে হিজলকে খুঁজে পাই প্রিয়ঙ্কার মধ্যে। গ্রামের একটি সুন্দর, অল্পবয়সী, প্রাণবন্ত, মুসলিম বউ, যে তার নিজের কথা বলতে পারে। যার নিজের স্বপ্নের জগৎ আছে। সৌভাগ্যবশত গল্প শোনার পর ওঁরা দুজনেই সিনেমাটা করতে রাজি হয়ে যায়। এরপর শুটিংয়ে, সেটা আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে।' হাসান হিজল ছাড়াও ছবিতে শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভদ্রা মুখোপাধ্যায় অভিনয় করেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial