Bollywood News: ছোট্ট ভাই জেহ আসার পর কী পরিবর্তন হয়েছে তৈমুরের? জানালেন সেফ আলি খান
ছোট্ট ভাইয়ের আগমন কী প্রভাব ফেলেছে তৈমুরের উপর? একটি সাক্ষাৎকারে সেটাই জানালেন সেফ আলি খান।
মুম্বই: এতদিন পর্যন্ত তার দিকেই সমস্ত স্পটলাইট থাকত। জন্মের পর থেকেই সেলিব্রিটি হয়ে ওঠে তৈমুর আলি খান (Taimur Ali Khan)। আর হবে নাই বা কেন। তৈমুর কার বা কাদের সন্তান কিংবা কোন পরিবাররে সন্তান, সেগুলোর জন্য আরও বেশ স্পটলাইটে থাকতে শুরু করে। কিন্তু সেফ আলি খান এবং করিনা কপূর খানের সংসারে বেশ কিছুদিন হয়ে গেল এসেছে নতুন অতিথি। দ্বিতীয়বার মা হয়েছেন করিনা কপূর খান। জন্ম দিয়েছেন ছোট্ট পুত্র সন্তান জেহ-র। তারপর থেকে স্বাভাবিকভাবেই খানিকটা লাইমলাইট গিয়ে পড়েছে ছোট্ট জেহ-র উপর। ছোট্ট ভাইয়ের আগমন কী প্রভাব ফেলেছে তৈমুরের উপর? একটি সাক্ষাৎকারে সেটাই জানালেন সেফ আলি খান (Saif Ali Khan)।
আরও পড়ুন - Durga Puja 2021: পেশাদার ঢাকিদের মতো ঢাক বাজাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেখুন ভিডিও
একটি সাক্ষাৎকারে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সেফ আলি কান জানাচ্ছেন যে, এতদিন পরিবারের ক্ষুদ্র সদস্য ছিল তৈমুর। কিন্তু এবার সবথেকে কনিষ্ঠ সদস্যটি আর নেই। সে এখন তার ছোট ভাইয়ের দাদা। তাই তার মধ্যেও বেশ কিছু পরিবর্তন এসেছে। 'হম তুম' অভিনেতা সেফ আলি খান বলছেন, 'আগের থেকে অনেক বেশি দায়িত্বপ্রাপ্ত হয়ে উঠেছে তৈমুর। সে এখন সারাক্ষণই ব্যস্ত থাকে ছোট ভাই জেহ-কে হাসাতে। কখনও জোম্বি, কখনও জওয়ানের ভূমিকায় নানারকম অভিনয় করে সারাক্ষণ ছোট ভাইকে হাসিয়ে যাচ্ছে তৈমুর। এর সঙ্গে ভাইয়ের খেয়ালও রাখে ও। ছোট ভাই আসার ফলে কখন যেন বেশ কিছুটা বড় হয়ে গেল তৈমুর। আমাদেরও যা ভাবতে বেশ অবাক লাগে।'
আরও পড়ুন - মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনিও, আরিয়ান খানের গ্রেফতারিতে ইঙ্গিতপূর্ণ পোস্ট রিয়া চক্রবর্তীর
স্ত্রী- বলিউড ডিভা করিনা কপূর খান এবং দুই সন্তানের সঙ্গে যে তিনি সময়টা দারুণ উপভোগ করেন, তা সেফ আলি খানের ছবিগুলো দেখলেই বোঝা যায়। দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে তাঁর এই সংসারের জন্য নিজেকে ভাগ্যবান মনে করেন অভিনেতা। লকডাউনের সময়টায় বাড়িতে ছিলেন। তারপর লকডাউনটা কাটতেই পরিবারসহ বেড়াতে বেরিয়ে পড়ছেন মাঝে মধ্যেই। করিনা কপূর খান এবং সেফ আলি খান দুজনেরই প্রিয় ছুটি কাটানোর জায়গা মলদ্বীপ। তাই সময় পেলেই মলদ্বীপ থেকে টুক করে ঘুরে আসছেন তারকা দম্পতি।
আরও পড়ুন - কী থাকে হেমা মালিনির হাত ব্যাগে? ফাঁস হল গোপন তথ্য