Bollywood Celebrity Update: বিমানবন্দরে একসঙ্গে ক্যামেরাবন্দি সলমন-ক্যাটরিনা, চললেন কোথায় দুজনে?
কালো প্যান্ট ও সাদা রঙের শার্টে দেখা যায় ক্যাটরিনা কাইফকে। পাপারাজ্জিদের দেখে হাত নাড়িয়ে অভিবাদন জানান অভিনেত্রী। সলমন খানকে দেখা গেল কালো রঙের টি শার্টের উপর লাল রঙের ব্লেজারে। সঙ্গে নীল রঙের জিনস।
মুম্বই: বিমানবন্দরে একসঙ্গে দেখা গেল সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)। এদিন পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন দুই তারকা। কালো প্যান্ট ও সাদা রঙের শার্টে দেখা যায় ক্যাটরিনা কাইফকে। পাপারাজ্জিদের দেখে হাত নাড়িয়ে অভিবাদন জানান অভিনেত্রী। অন্যদিকে, সলমন খানকে দেখা গেল কালো রঙের টি শার্টের উপর লাল রঙের ব্লেজারে। সঙ্গে নীল রঙের জিনস। কিন্তু দুজনে চললেন কোথায়?
আরও পড়ুন - Bachchan Pandey New Poster: 'বচ্চন পাণ্ডে'র নতুন পোস্টার, ভয়াবহ লুকে হাজির অক্ষয় কুমার
গত বছরই নতুন ছবি 'টাইগার থ্রি'র (Tiger 3) শ্যুটিং সুরু করেছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। ইতিমধ্যেই বিদেশের বিভিন্ন লোকেশনে শ্যুটিং সেরে ফেলেছেন। তবে, বাকি রয়েছে এখনও বেশ কিছু শ্যুটিং। আগেই জানা গিয়েছিল, নয়াদিল্লিতে এই ছবির বেশ কিছু দৃশ্যের শ্যুটিং হলে। জানা যাচ্ছে, নয়াদিল্লির উদ্দেশেই উড়ে গেলেন দুই তারকা। সেই উদ্দেশেই এদিন বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় সলমন খান ও ক্যাটরিনা কাইফকে।
২০১২ সালে মুক্তি পায় 'এক থা টাইগার' (Ek Tha Tiger)। পরবর্তীকালে ২০১৭ সালে মুক্তি পায় এই ছবির সিক্যুয়েল 'টাইগার জিন্দা হ্যায়' (Tiger Zinda Hai)। এই ফ্র্যাঞ্চাইজিরই তৃতীয় ছবি 'টাইগার থ্রি'। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় 'টাইগার থ্রি' ছবিটি পরিচালনা করছেন মনীশ শর্মা। এই ছবিতে একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায় রয়েছেন সলমন খান। আর অন্যদিকে পাকিস্তানি গুপ্তচরের ভূমিকায় ক্যাটরিনা কাইফ। বিভিন্ন সূত্রে খবর, এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ইমরান হাসমিকেও। যদিও অভিনেতার পক্ষ থেকে এখনও পর্যন্ত এই খবরে শীলমোহর দেওয়া হয়নি।
প্রসঙ্গত, সলমন খান, ক্যাটরিনা কাইফ অভিনীত 'টাইগার থ্রি' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে (Shahrukh Khan)।
আরও পড়ুন - Jersey New Release Date: শাহিদ কপূর অভিনীত 'জার্সি' ছবির নতুন মুক্তির দিন ঘোষণা