এক্সপ্লোর
Advertisement
Salman Khan : প্রাণনাশের হুমকি এসেছে! এবার নিজের সঙ্গে বন্দুক রাখতে পারবেন সলমন খান
Salman Khan death Threat : কয়েক মাস আগেই কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের তরফে সলমন এবং তাঁর বাবা সেলিম খানকে খুনের হুমকি দেওয়া হয়েছিল।
Salman Khan issued weapon licence : ব্যক্তিগত সুরক্ষার (self-protection) জন্য নিজের কাছে বন্দুক রাখার লাইসেন্স পেলেন সলমন খান। কিছুদিন আগেই মুম্বই পুলিশের কাছে 'আর্মস লাইসেন্স' এর জন্য আবেদন জানিয়েছিলেন সলমন। মুম্বই পুলিশ তার আবেদন (gun licence ) মঞ্জুর করেছে।
জানা গিয়েছে, অভিনেতা বন্দুকের লাইসেন্সের জন্য শীর্ষ পুলিশ বিবেক ফাঁসালকারের সাথে দেখা করতে গত মাসের শেষের দিকে মুম্বই পুলিশ সদর দফতরে যান। তিনি নিজেকে এবং তাঁর পরিবারকে রক্ষা করার জন্য একটি বন্দুক রাখতে চান , সূত্রের খবর।
এর জন্য পুলিশের সদর দফতরে তিনি যান। তারপর নিয়মমাফিক physical verification ও করান। এটি বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করার একটি বাধ্যতামূলক পদক্ষেপ।
জানা গিয়েছে, অভিনেতা বন্দুকের লাইসেন্সের জন্য শীর্ষ পুলিশ বিবেক ফাঁসালকারের সাথে দেখা করতে গত মাসের শেষের দিকে মুম্বই পুলিশ সদর দফতরে যান। তিনি নিজেকে এবং তাঁর পরিবারকে রক্ষা করার জন্য একটি বন্দুক রাখতে চান , সূত্রের খবর।
এর জন্য পুলিশের সদর দফতরে তিনি যান। তারপর নিয়মমাফিক physical verification ও করান। এটি বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করার একটি বাধ্যতামূলক পদক্ষেপ।
সেলিম খানকে খুনের হুমকি : কয়েক মাস আগেই কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের তরফে সলমন এবং তাঁর বাবা সেলিম খানকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। সূত্রের খবর, সেলিম খান একটি চিঠিও পেয়েছিলেন যাতে বলা হয়েছিল তাঁর পরিণতিও হবে আততায়ীদের গুলিতে নিহত পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার ( singer Sidhu Moose Wala ) মত। গত ২৯ মে, রবিবার, প্রকাশ্যে নিজেরই গ্রামে গুলি করে খুন করা হয় সিধু মুসেওয়ালাকে। পুলিশের দাবি, তিহাড় জেলে বসে কানাডা প্রবাসী গ্যাংস্টার গোল্ডি ব্রারের সঙ্গে মিলে ওই খুনের ছক কষেছিল বিষ্ণোই। খুনের ঘটনায় স্তম্ভিত হয়ে যায় রাজনৈতিক মহল থেকে বিনোদন জগৎ (Punjab Murder)। তখনই জানা যায়, সুদূর কানাডায় বসে ছক কষে সিধুকে হত্যাকরা হয়। গ্যাংস্টার গোল্ডি ব্রার (Goldy Barad) দেশের বাইরে থেকে গোটা ঘটনাটি ঘটিয়েছেন বলে প্রথমে জানা যায়।
রাইফেল কিনেছিলেন দুষ্কৃতী : সূত্রের খবর, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সলমনকে হত্যার জন্য দূরপাল্লার রাইফেল কিনেছিলেন বলেও জেরায় স্বীকার করেছেন। এই পরিস্থিতিতেই ব্যক্তিগত নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে সলমন নিজের কাছে বন্দুক রাখার জন্য লাইসেন্সের আবেদন করেছিলেন মুম্বই পুলিশের কাছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
জেলার
জেলার
জেলার
Advertisement