এক্সপ্লোর
মুখোমুখি সলমন-মালাইকা, ভ্রাতৃবধূর সঙ্গে কথাই বললেন না ভাইজান

মুম্বই: সলমন খানের ভাই আরবাজ খানের সঙ্গে তাঁর স্ত্রী মালাইকা অরোরার ছাড়াছাড়ির খবর আর অজানা নেই। কিন্তু বলিউডের এই সেলেব কাপলের ছাড়াছাড়ি কোন চোখে দেখছেন সলমন? জানা গেছে, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সলমন আরবাজ ও তাঁর স্ত্রী দুজনকেই অনুরোধ করেন, বোঝানেরও চেষ্টা করেন অনেক। কিন্তু বরফ গলেনি। বুধবার বান্দ্রার ফ্যামিলি কোর্টে কাউন্সেলিংও শুরু হয়েছে তাঁদের। এর মধ্যে করিনা কপূরের বাড়িতে পার্টিতে মুখোমুখি হন সলমন, মালাইকা। গ্রুপ ফটোতে দেখাও যাচ্ছে তাঁদের। কিন্তু জানেন কি, পার্টিতে একবারও সলমন, মালাইকা কথা বলেননি, দুজনেই এমন ভাব করেন, যেন অন্যজন পার্টিতে নেই।
করিনার সঙ্গে সলমন আর মালাইকা-দুজনের সম্পর্কই যথেষ্ট উষ্ণ। কিন্তু পার্টিতে এলেও তাঁরা একে অপরের দিকে ফিরেও তাকাননি।
সলমনের বান্ধবী ইউলিয়া ভান্তুরও ছিলেন পার্টিতে। কিন্তু মালাইকাকে দেখেই সলমনের মাথা গরম হয়ে যায়। বিড়বিড় করে নিজের সঙ্গে কথা বলতে থাকেন তিনি, দেখেই বোঝা যাচ্ছিল, তিনি অত্যন্ত ক্ষিপ্ত। বন্ধুরা এসে সরিয়ে নিয়ে যান তাঁকে। মালাইকাও প্রাক্তন ভাসুরের সঙ্গে কথা বলার কোনও চেষ্টা করেননি।
করিনার সঙ্গে সলমন আর মালাইকা-দুজনের সম্পর্কই যথেষ্ট উষ্ণ। কিন্তু পার্টিতে এলেও তাঁরা একে অপরের দিকে ফিরেও তাকাননি।
সলমনের বান্ধবী ইউলিয়া ভান্তুরও ছিলেন পার্টিতে। কিন্তু মালাইকাকে দেখেই সলমনের মাথা গরম হয়ে যায়। বিড়বিড় করে নিজের সঙ্গে কথা বলতে থাকেন তিনি, দেখেই বোঝা যাচ্ছিল, তিনি অত্যন্ত ক্ষিপ্ত। বন্ধুরা এসে সরিয়ে নিয়ে যান তাঁকে। মালাইকাও প্রাক্তন ভাসুরের সঙ্গে কথা বলার কোনও চেষ্টা করেননি। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















