Shaakuntalam: শকুন্তলার চরিত্রে সামান্থা রুথ প্রভু, প্রকাশ্যে ছবি মুক্তির তারিখ
Samantha Ruth Prabhu: কালীদাসের জনপ্রিয় রচনা 'শকুন্তলা'র ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। এখানে নাম ভূমিকায় দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে। দুষ্মন্তের চরিত্রে দেখা যাবে দেব মোহনকে।
নয়াদিল্লি: অবশেষে ঘোষণা হল বহু প্রতীক্ষিত ঐতিহাসিক ছবি ‘শকুন্তলম’-এর ('Shaakuntalam') মুক্তির তারিখ। পরিচালক গুণশেখরের আগামী মাইথোলজিক্যাল (mythological drama) এই ছবিতে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে (Samantha Ruth Prabhu)। চলতি বছরের ৪ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। শুক্রবার ঘোষণা করা হয় ছবির নির্মাতাদের তরফে।
আসছে 'শকুন্তলম'
গত কিছুদিন ধরেই অনুরাগীদের দাবি, সোশ্যাল মিডিয়ায় বিশেষ সক্রিয় নন সামান্থা। তবে এদিন অনুরাগীদের সারপ্রাইজ দিয়ে তাঁর সমস্ত সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে নিজের আগামী ছবির মুক্তির তারিখ ঘোষণা করেন অভিনেত্রী। 'শকুন্তলম' ছবির একটি পোস্টার শেয়ার করে লেখেন, '৪ নভেম্বর। আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ। আপনারাই চিরকাল আমার শক্তি।'
View this post on Instagram
এই খবর স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে খুশি বয়ে এনেছে। এই ছবির জন্য বহুদিন ধরেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অভিনেত্রীর অনুরাগীরা। চাপ এতটাই ছিল যে এই বছরের অগাস্ট মাসে ছবির প্রযোজক নীলিমা গুণাকে একটি বিবৃতি জারি করতে হয়। সেখানে বলা হয় ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ খুব তাড়াতাড়ি সেরে ফেলা হচ্ছে। একই সঙ্গে তিনি অনুরাগীদের থেকে সহযোগিতাও প্রার্থনা করেন। লেখা হয়, 'এই গুরুত্বপূর্ণ মুহূর্তে, টিম আপনাদের সমর্থন এবং সহযোগিতা আশা করে। আমি নিশ্চিত যে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যখন পারব তখন আরও কন্টেন্ট এবং আপডেট করব। আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ।'
আরও পড়ুন: Amitabh Bachchan: শেষ সময়ে অমিতাভ বচ্চনের কাছ থেকে বার্তা পেয়ে কী করেছিলেন রাজু শ্রীবাস্তব?
View this post on Instagram
কালীদাসের জনপ্রিয় রচনা 'শকুন্তলা'র ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। এখানে নাম ভূমিকায় দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে। দুষ্মন্তের চরিত্রে দেখা যাবে দেব মোহনকে।