(Source: Poll of Polls)
Shaakuntalam: ওটিটিতে মুক্তি পেল সামান্থার 'শকুন্তলম', কোন কোন ভাষায় দেখা যাবে এই ছবি?
Shaakuntalam: গত ১৪ই এপ্রিল মুক্তি পেয়েছিল 'শকুন্তলম'।
কলকাতা: বক্সঅফিসে খুব একটা লাভের মুখে দেখেনি সামান্থা রুথ প্রভুর ছবি 'শকুন্তলম'। যদিও এই ছবিতে সামান্থার অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। আর এবার একাধিক ভাষায় ওয়েব প্ল্য়াটফর্মে মুক্তি পাচ্ছে এই ছবি। ১১মে থেকে তেলেগু, তামিল, হিন্দি, কন্নড় এবং মালায়ালাম সহ একাধিক ভাষায় অ্য়ামাজন প্রাইমে দেখতে পাওয়া যাচ্ছে 'শকুন্তলম'। ছবির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "একটি মহাকাব্যিক এবং কালজয়ী প্রেমের গল্প দেখার জন্য প্রস্তুত হোন যা সমস্ত সীমানা অতিক্রম করে।
প্রসঙ্গত, দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রথ প্রভুকে (Samantha Ruth Prabhu) 'শকুন্তলম' (Shakuntalam) ছবিতে দেখা যাচ্ছে শকুন্তলার চরিত্রে। ছবির প্রচারে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির ফার্স্ট লুক শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছিল বন্য পরিবেশে ময়ূর, হরিণ, হাঁস ও আরও কিছু বন্যপ্রাণীর সঙ্গে বসে রয়েছেন তিনি। নেট দুনিয়ায় অভিনেত্রীর এমন ছবি পোস্ট হতেই হইচই পড়ে গিয়েছিল।
আরও পড়ুন...
ছবি পোস্ট করে সামান্থা লিখেছিলেন, 'শকুন্তলম ছবির ফার্স্ট লুক। শকুন্তলমের শকুন্তলা'। অভিনেত্রীর পোস্ট করা সেই ছবিতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসায় ভরিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। দক্ষিণের আর এক জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল কমেন্টে লিখেছেন, 'স্বর্গীয়ও বটে।' অ্যামি জ্যাকসন কমেন্টে লিখেছেন, 'খুব সুন্দর। স্বপ্নের রাজকন্যা।' বহু তারকাদের কাছ থেকে প্রশংসা পেয়েছিলেন সামান্থা (Samantha Ruth Prabhu) ।