Samantha Ruth Prabhu: একসঙ্গে ছবি করছেন রণবীর সিংহ ও সামান্থা রুথ প্রভু?
Samantha Ruth Prabhu Update: রবিবার বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন সামান্থা রুথ প্রভু। সেখানে একটি ছবিতে একজন বায়ুসেনার পোশাকে দেখা যায় অভিনেত্রীকে।
নয়াদিল্লি: সামান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu) সাম্প্রতিক পোস্ট জোরালো করল জল্পনা। মনে করা হচ্ছে এবার একসঙ্গে কাজ করতে চলেছেন সামান্থা ও বলিউড তারকা রণবীর সিংহ (Ranveer Singh)। কী এমন পোস্ট করলেন দক্ষিণী তারকা?
সামান্থার ইনস্টাগ্রাম পোস্ট
রবিবার বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন সামান্থা রুথ প্রভু। সেখানে একটি ছবিতে একজন বায়ুসেনার পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। তাঁর সঙ্গে পোজ দিয়েছিলেন রণবীর সিংহ। নীল শার্টে তাঁকেও কোনও ইউনিফর্ম পরে মনে হচ্ছে। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'দ্য স্যুইটেস্ট এভার রণবীর সিংহ'। বাংলা তর্জমা করলে যাঁর মানে দাঁড়ায়, 'সবচেয়ে মিষ্টি'। সামান্থার সেই পোস্ট রিপোস্ট করেছেন রণবীরও। লিখেছেন 'খুব ভাল লাগল'।
এরপরের ছবিতেই একটি বার্ড-আই ভিউ পোস্ট করেন যেখানে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। ক্যাপশনে লেখেন, 'দিগন্তে কিছু সুন্দর জিনিস রয়েছে।'
একত্রে রণবীর-সামান্থা?
এই ছবি জল্পনা উস্কেছে যে তাহলে কি এবার একসঙ্গে কাজ করতে দেখা যাবে রণবীর ও সামান্থাকে? যদিও খোলসা করে কিছুই কেউ বলেননি। তবে কিছুদিন আগে রণবীর জানিয়েছিলেন যে 'পুষ্পা' ছবিতে সামান্থার আইটেম গান 'ওঁ আন্তাভা' তাঁর প্রিয় গান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'ওই গানটা শুরু হলে আমি পাগল হয়ে যাই। আমি সত্যি সব কথা বুঝি না গানটার কিন্তু ওটার যে মিউজিক, সেটা আমাকে স্পর্শ করে। আমার মধ্যে কিছু একটা তৈরি হয়।'
আরও পড়ুন: 'Jawan' Update: শাহরুখ খানের 'জওয়ান' ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন সামান্থা, কেন সরে এলেন তিনি?
প্রসঙ্গত, সম্প্রতি সামান্থাকে তামিল ছবি 'কাথা ভাকুলা রেন্ডু কাড়হাল'-এ বিজয় সেতুপথির বিপরীতে দেখা গেছে। এছাড়া সম্প্রতি তিনি কাশ্মীর থেকে শ্যুটিং সেরে ফিরলেন। সেখানে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন সামান্থা। অন্যদিকে রণবীর সিংহের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'জয়েশভাই জোরদার'। শ্যুটিং চলছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ও 'সার্কাস' ছবির।