Samantha Ruth Prabhu: প্রাক্তন স্বামীর বিয়ের অনুষ্ঠান শহরে, তার মধ্যেই প্রিয়জনকে হারালেন সামান্থা
Samantha Ruth Prabhu's Father Passes Away: প্রয়াত হয়েছেন অভিনেত্রীর বাবা জোসেফ রুথ প্রভু। সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ ভাগ করে নিয়ে সামান্থা লিখেছেন, 'বাবা যতদিন না আবার আমাদের দেখা হয়'।
কলকাতা: একদিকে যখন শহরে চলছে নাগা চৈতন্যের বিয়ের রাজকীয় উৎসব, তখনই ঝড় সামান্থা রুথ প্রভুর জীবনে। একদিকে যখন প্রাক্তন স্বামীর বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তখনই বাবাকে হারালেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। জীবনের একটা সময়ে পরিবারের সঙ্গে দূরত্ব বাড়লেও তা মিটে গিয়েছিল। বাবার সঙ্গে সম্পর্ক ভালই ছিল সামান্থার। সোশ্যাল মিডিয়ায় নিজেই বাবার মৃত্যুর খবর জানিয়েছেন সামান্থা। বৃহস্পতিবার রাতে সামান্থাকে দেখা গিয়েছিল মুম্বইয়ের এক রেস্তরাঁয়। সেখানে ‘সিটাডেল হানি বানি’র সাফল্য উদ্যাপন করছিলেন তিনি। সহ-অভিনেতা বরুণ ধওয়ানের সঙ্গে নাচতেও দেখা যায় তাঁকে। আর শুক্রবারই তাঁর জীবনে নেমে এল দুঃসংবাদ।
প্রয়াত হয়েছেন অভিনেত্রীর বাবা জোসেফ রুথ প্রভু। সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ ভাগ করে নিয়ে সামান্থা লিখেছেন, 'বাবা যতদিন না আবার আমাদের দেখা হয়'। সঙ্গে সামান্থা শেয়ার করে নিয়েছেন একটি ভাঙা হৃদয়ের ছবি। চেন্নাইতে জোসেফ প্রভুর ঘরে জন্ম হয়েছিল সামান্থার। তাঁর বাবা ছিলেন তেলুগুর একজন অ্যাংলো ইন্ডিয়ান। বর্তমানে সামান্থার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে তাঁরা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। যেন অযাচিতভাবে তাঁদের বিব্রত না করা হয়।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাবার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে সামান্থা বলেছিলেন, 'আমার বাবা ভীষণ দয়ালু। আমার মনে হয় বেশিরভাগ ভারতীয় বাবা-মাই তাই হন। বাবা কেবল আমায় বলতেন, আমি নাকি ততটা চটপটে নই।' তিনি আরও বলতেন, বাবা তাঁকে কখনোই তাঁর বিশেষ সমালোচনা করতেন না। তবে কখনোই তাঁকে মাথায় তুলেও রাখতেন না। পরীক্ষায় ভাল ফল হলেও স্বাভাবিক ব্যবহার করতেন। আর তাঁর বাবার এই ব্যবহার মাঝে মাঝেই তাঁকে খুব বেশি ভাবাত।
প্রসঙ্গত, অন্যদিকে হায়দরাবাদে শুরু হয়ে গিয়েছে নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার বিয়ের অনুষ্ঠান। নাগা চৈতন্যের এর আগে বিয়ে হয়েছিল সামান্থার সঙ্গে। তবে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপরেই শোভিতা ধূলিপালার সঙ্গে সম্পর্কে জড়ান নাগা চৈতন্য। অবশেষে তাঁদের বিয়ের দিন এগিয়ে এসেছে। শোনা যাচ্ছে ডিসেম্বরের শুরুর দিকেই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।