Sandipta Sen: বদলে গেল সন্দীপ্তার চেনা রূপ, কী বার্তা নিয়ে এলেন অভিনেত্রী?
রূপ বদলে মর্ডান নারীর ভূমিকা অভিনেত্রী সন্দীপ্তা সেন।
সন্দীপ্তা সেন। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী এবার দর্শকের সামনে এলেন একেবারে অন্য় ভূমিকায়। চেনা লুক বদলে ফেলে মর্ডান নারীর চেহারায় সামনে এলেন তিনি। মুক্তি পেল সন্দীপ্তা সেনের ভিডিও অ্য়ালবাম 'মর্ডান নারী'। গানটি গেয়েছেন উজ্জ্বয়িনী। গানের কথা অদিতি বসুর। গানের ভিডিয়োটি পরিচালনা করেছেন দীপাঞ্জন রায়।
বর্তমানে ‘রানি রাসমণী’ ধারাবাহিকের উত্তরপর্বে মা সারদার ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী সন্দীপ্তা সেনকে। কিন্তু সম্প্রতি নিজের এই চেনা লুক একেবারে বদলে ফেললেন টলি পাড়ার এই সুন্দরী। মিউজিক ভিডিও 'মর্ডান নারী'তে একেবারে অন্য় রূপে ধরা দিলেন তিনি। ইতিমধ্য়েই ইউটিউবে মুক্তি পেয়েছে ভিডিওটি। যেখানে কয়েকটি আলাদা আলাদা লুকে দেখা যাচ্ছে সন্দীপ্তাকে। অভিনবত্ব সৃষ্টির জন্য় গানের বেশ কিছুটা অংশ জুড়ে করা হয়েছে র্যাপের ব্য়বহার। কখনও এক লাল পাড় সাদা শাড়ি পরে একেবারে সাবেকি সাজে, খোপায় জুঁইয়ের মালা, নাকে নথ দিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী, আবার কখনও হাজির হচ্ছেন শিফন শাড়ি এবং ডেনিম জ্যাকেট পরে।
আরও পড়ুন...
মুক্তি পেল অঞ্জন দত্ত পরিচালিত ওয়েব সিরিজ 'ড্যানি ডিটেকটিভ আইএনসি'-এর ট্রেলার
এই সময়ের মেয়েদের কথাই একটু অন্য়ভাবে তুলে ধরতেই তৈরি হয়েছে মিউজিক ভিডিও 'মর্ডান নারী।
ইতিমধ্য়েই ইন্ডাস্ট্রিতে দশবছর পার করে ফেলেছেন সন্দীপ্তা। বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকের মনে পাকাপাকি ভাবে জায়গা করে ফেলেছে।কিছুদিন আগেই অঞ্জন দত্ত পরিচালিত 'মার্ডান ইন দ্য় হিলস' ওয়েব সিরিজে দেখা গেছিল সন্দীপ্তাকে। সেখানে একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ওয়েব সিরিজটিতে সন্দীপ্তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে সমালোচক মহলে। এর আগে দুর্গার চরিত্রে তার অভিনয় দাগ কেটেছিল দর্শকের মনে।
আরও পড়ুন...
২৬ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে অপুর গল্প 'অভিযাত্রিক'
২ মিনিটের জমাট রহস্য, বিভিন্ন মহলে প্রশংসিত সদ্য প্রকাশিত 'মন্দার'-এর টিজার