Bhansali corona Positive: করোনা আক্রান্ত সঞ্জয় লীলা বনশালী
Leela Bhansali COVID-19 positive: সেলফ কোয়ারেন্টিনে আছেন এই চলচ্চিত্র নির্মাতা।
মুম্বই: রণবীর কপূরের পর এবার করোনা আক্রান্ত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনশালী। তিনি সেলফ কোয়ারেন্টিনে আছেন। তাঁর সংস্পর্শে আসায় অভিনেত্রী আলিয়া ভট্টও সেলফ কোয়ারেন্টিনে আছেন বলে জানা গিয়েছে।
মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির শ্যুটিং করছিলেন বনশালী। এরই মধ্যে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এল। এই চলচ্চিত্র নির্মাতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তাঁর সঙ্গে শ্যুটিং করছিলেন আলিয়া। রণবীর ও বনশালী দু’জনেরই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় সেলফ কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া
বনশালীর ঘনিষ্ঠ মহল সূত্রে আরও জানা গিয়েছে, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরেই মা লীলা বনশালীরও করোনা পরীক্ষা করানো হয়। তবে সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি সেলফ কোয়ারেন্টিনে আছেন।
‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে ক্যামিও চরিত্রে আছেন অভিনেতা অজয় দেবগন। তিনি সম্প্রতি শ্যুটিংয়ে যোগ দেন। বনশালীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর এই ছবির শ্যুটিংয়ের সঙ্গ যুক্ত সবাই কোয়ারেন্টিনে আছেন এবং করোনা পরীক্ষা করাচ্ছেন।