এক্সপ্লোর
Advertisement
টিনা, ডিম্পলের সঙ্গে সম্পর্কের জল্পনা! সবকিছুই বন্ধুর মতো সামলেছেন নীতু:ঋষি
মুম্বই: বলিউডে নিজের লম্বা কেরিয়ারে একাধিক নায়িকার সঙ্গে বিভিন্ন সময় নাম জড়িয়েছে ঋষি কপূরের। অনেক সময় এই সম্পর্কগুলো ঋষির আর নীতুর বিবাহিত জীবনেও ডামাডোল সৃষ্টি করেছে। রাতের পর রাত ঝগড়া হয়েছে দুজনের মধ্যে, বিচ্ছেদের মেঘও এসেছে। কিন্তু তারপরও তাঁরা বিয়েটা টিকিয়ে রাখতে পেরেছেন। এবং এরজন্যে ঋষি পুরো কৃতিত্বটাই নীতুকে দিয়েছেন। ঋষি তাঁর আত্মজীবনী ‘খুল্লাম খুল্লা: ঋষি কপূর আনসেন্সরড’-এ স্পষ্ট ভাষায় বলেছেন নীতুর মতো উদারমনস্ক একজন নারীকে স্ত্রী এবং বন্ধু হিসেবে পেয়ে তিনি মারাত্মক গর্বিত।
ঋষির বহু প্রতিক্ষীত এই আত্মজীবনী অবশেষে প্রকাশিত হয়েছে। এই বইতে অভিনেতা তাঁর ব্যক্তিগত এবং কেরিয়ারের বিভিন্ন বিতর্কিত অধ্যায় নিয়ে খোলাখুলি কথা বলেছেন। নিজের বাবা রাজ কপূর, ছেলে রণবীর কপূরের সঙ্গে সম্পর্কের সমীকরণের পর নিজের স্ত্রী নীতু এবং সেই সময়ে তাঁর সহ-অভিনেতা বিভিন্ন নায়িকার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও এবার মুখ খুললেন ঋষি।
ঋষি জানিয়েছেন, ‘কর্জ’ ছবিটি করার সময় তাঁর টিনা মুনিমের সঙ্গে বন্ধুত্ব একটু বেশিই বেড়ে যায়। অভিনেতার কথায়, সেই সময়ের বহু নায়িকার থেকে মানসিক ভাবে অনেক উন্নত ছিলেন টিনা। কিন্তু তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে এই ভেবে সেইসময় টিনার তখনকার প্রেমিক সঞ্জয় দত্ত নীতুর বাড়িতে (তখন ঋষি-নীতির বিয়ে হয়নি) যান। সেদিন সঞ্জয়ের সঙ্গে সেখানে গিয়েছিলেন গুলশান গ্রোভারও। জানা যায় সেই সময় মারাত্মক মাদক নিতেন সঞ্জয় এবং মাদকাসক্ত অবস্থায় গিয়েছিলেন ঋষির সঙ্গে ঝগড়া করতে। ঋষির কথায় সেই সময় পরিস্থিতি খুব সুন্দরভাবে সামলে ছিলেন নীতু। নীতু তখন সঞ্জয়কে বলেছিলেন, এই প্রফেশনে থাকলে দুজন অভিনেতা-অভিনেত্রীর মধ্যে তৈরি হওয়া সক্ষ্যতাকে সম্মান করতে শেখ, নিজের পার্টনারকে বিশ্বাস করতে শেখ।
তবে ‘ববি’ করার সময় ডিম্পলের সঙ্গে ঋষির ঘনিষ্ঠতা নীতুকে অনেক অস্থির করে দিয়েছিল। তবে আপাতত তাঁরা দুজনেই নিজের নিজের জীবনে খুশি। এবং ঋষির বলতে কোনও দ্বিধা নেই, তিনি বিয়ে করে সুখী দাম্পত্য জীবনই কাটিয়েছেন। আর এই দাম্পত্যে যা সমস্যা এসেছে, তারজন্যে নিজেকেই দায়ী করেছেন ঋষি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement